Amitabh Bachchan

Amitabh-Sonu: সোনু সুদ কি অমিতাভ বচ্চনের সন্তান? কৌতূহলের ঝড় নেটমাধ্যমে

অভিনেতা সোনু সুদ কি বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সন্তান? কোনও ভাবে কি তাঁদের কোনও সম্পর্ক রয়েছে? 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৭:০৬
সোনু সুদ এবং অমিতাভ বচ্চন

সোনু সুদ এবং অমিতাভ বচ্চন

অভিনেতা সোনু সুদ কি বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সন্তান? কোনও ভাবে কি তাঁদের কোনও সম্পর্ক রয়েছে? এ রকম নানাবিধ প্রশ্ন ঘুরছে নেটাগরিকদের মনে। দুই অভিনেতার মধ্যে তাঁরা ‘অস্বাভাবিক’ রকমের মিল খুঁজে পেয়েছেন বলে দাবি নেটাগরিকদের।

শনিবার নিজের যুবক বয়সের একটি ছবি পোস্ট করেছেন বিগ বি। কিন্তু নেটাগরিকরা কিছুতেই বিশ্বাস করতে রাজি নন, সেই ছবি অমিতাভের।

Advertisement

তাঁদের মধ্যে একাধিক নেটাগরিক ধরেই নিয়েছেন, নির্ঘাত সোনু অমিতাভের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজের ছবি পোস্ট করছেন। কিন্তু আরও কয়েক জন নেটাগরিক মনে করছেন, নিশ্চয়ই অমিতাভের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে সোনুর। নয়তো এমন মিল প্রায় অসম্ভব!

বহু নেটাগরিকের মতে, সোনু আসলে অমিতাভের সন্তান। অভিষেক ও শ্বেতা ছাড়া বর্ষীয়ান অভিনেতার আরও এক সন্তান রয়েছেন, এবং তিনি সোনু। এমনই দাবি একাধিক নেটাগরিকের।

নেটাগরিকদের মন্তব্য

নেটাগরিকদের মন্তব্য

অমিতাভ সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘রেশমা অর শেরা ছবিতে আমার লুক টেস্ট। ১৯৬৯ সালে তোলা ছবি। সুযোগও পেয়েছিলাম সেই ছবিতে।’ সেই ছবির মন্তব্য বাক্সে আবার সোনু সুদ ভালবাসা জানিয়েছেন অভিনেতাকে। তাতেই সন্দেহের তীব্রতা বেড়ে যায় নেটপাড়ায়। ছবিটি পোস্ট করার ৩ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে চার হাজার মানুষ বিভিন্ন প্রশ্ন তুলেছেন সেই ছবির মন্তব্য বাক্সে।

Advertisement
আরও পড়ুন