Aishwarya Rai Bachchan

বিচ্ছেদের জল্পনার মাঝেই দেখা অভিষেক-ঐশ্বর্যার! সাক্ষাৎ কেন গোপন রাখলেন দম্পতি?

কন্যার জন্মদিন উদ্‌যাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন ঐশ্বর্যা। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটাগরিকেরা ধরেই নিয়েছিলেন, সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৬:২৪
Abhishek Bachchan spent time with Aishwarya Rai on Aradhya’s birthday

বিচ্ছেদের মাঝেই ফের দেখা ঐশ্বর্যা-অভিষেকের। ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় জল্পনা, ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন বিচ্ছেদের পথে হাঁটছেন। চলতি বছরে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে এই জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়েতে পৃথক ভাবে প্রবেশ করেছিলেন দম্পতি। এমনকি, কিছু দিন আগে ঐশ্বর্যার জন্মদিনেও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনও শুভেচ্ছা বার্তা। আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে।

Advertisement

কন্যার জন্মদিনের উদ্‌যাপনের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করেছিলেন ঐশ্বর্যা। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটাগরিকেরা ধরেই নিয়েছিলেন, সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির। অনেকেই অভিষেককে কটাক্ষ করে বলেছিলেন, “মেয়েটার জন্মদিনেও থাকতে পারলেন না?” কিন্তু ঘটনা হল, সে দিন নাকি মেয়ের জন্মদিনের উদ্‌যাপনে সশরীরে উপস্থিত ছিলেন অভিনেতা। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার ভাগ করে নেওয়া ভিডিয়োয় ধরা পড়লেন অভিষেক। এই ভিডিয়োই সমস্ত জল্পনায় জল ঢেলেছে। নেটাগরিকের প্রশ্ন, “ভালই তো আছেন বচ্চন দম্পতি। তা হলে কেন বিচ্ছেদের জল্পনা?”

গত ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছে এই সংস্থা। তাই সেই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিষেক। ভিডিয়োয় অভিনেতা বলেছেন, “ধন্যবাদ। ১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার হয়ে গিয়েছ। এই দিনটা আমাদের ও আরাধ্যার জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।”

এই ভিডিয়ো স্পষ্ট করে দিয়েছে, আরাধ্যার জন্মদিন অর্থাৎ ১৬ নভেম্বরে একসঙ্গেই ছিলেন অভিষেক ও ঐশ্বর্যা। তা হলে কি সব ঠিকই রয়েছে বচ্চন দম্পতির মধ্যে? বৃথাই জল্পনা চলছে? প্রশ্ন উঠছে নেটপাড়ায়।

Advertisement
আরও পড়ুন