Disha Patani

Disha-Tiger: দিশা-টাইগার বিচ্ছেদে ভেঙে গিয়েছে দুই নারীর সখ্য? কী বলছেন কৃষ্ণা?

টাইগারের বোন কৃষ্ণার ঘনিষ্ঠ বন্ধু দিশা। সম্পর্কে ভাঙন হলেও তাঁর থেকে দূরে যেতে পারেন না দিশা, বিশ্বাস কৃষ্ণার।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ২০:২৭
দিশা-টাইগারের সম্পর্কে দাঁড়ি পড়ায় কৃষ্ণার সঙ্গে দিশার বন্ধুত্বেও কি ছেদ পড়ল?

দিশা-টাইগারের সম্পর্কে দাঁড়ি পড়ায় কৃষ্ণার সঙ্গে দিশার বন্ধুত্বেও কি ছেদ পড়ল?

ছ’বছরের সম্পর্কের ইতি জুলাই মাসেই। তার পরও বলিপাড়ায় চর্চার কেন্দ্রে টাইগার শ্রফ আর দিশা পটানি। আনুষ্ঠানিক ভাবে তাঁরা কোনওদিন সম্পর্কের কথা স্বীকার করেননি। তবু সকলে নিশ্চিত যে তাঁরা দীর্ঘ সময় ধরে প্রেমে ছিলেন। শীঘ্রই বিয়ে করবেন জুটিতে, এমনই ছিল জল্পনা। তবে সবটাই ভেস্তে গেল হঠাৎ।

সম্প্রতি লন্ডনে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছিলেন টাইগার। দিশা ব্যস্ত ছিলেন ‘এক ভিলেন’-এর কাজে। টাইগার দিশাকে ভুলে নাকি মডেল আকাঙ্ক্ষা শর্মার প্রেমেও পড়েছিলেন! এর মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিশার। ‘কেউ কিছু মুখ ফুটে না বললে সব ঠিক আছে।’

Advertisement

এর মাঝেই দুঃখপ্রকাশ করলেন টাইগারের বোন কৃষ্ণা শ্রফ। দিশার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। দিশা-টাইগারের সম্পর্কে দাঁড়ি পড়ায় কৃষ্ণার সঙ্গে দিশার বন্ধুত্বেও কি ছেদ পড়ল? জিজ্ঞাসা করতে কৃষ্ণা বলেন, ‘‘দিশা এবং আমি আক্ষরিক অর্থেই আমাদের শুরুর বছরগুলি একসঙ্গে কাটিয়েছি। দিশা সবেমাত্র তখন ইন্ডাস্ট্রিতে এসেছে, আর আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে কোন জায়গায় আমি নিজেকে মেলে ধরতে পারি। আমরা সব সময় একে অপরকে সমর্থন করেছি।’’

কৃষ্ণা আরও জানান, এখনও সমস্যায় পড়লে প্রথমে দিশাকেই ফোন করবেন। তাঁর বিশ্বাস, যেখানেই থাকুন পাশে দাঁড়াবেন দিশা। বিশ্বে যেখানে নারীরা ক্রমাগত একে অপরকে পিছনে টানার চেষ্টা করেন বলে দুর্নাম রটে, সেখানে তাঁর আর দিশার সম্পর্ক বিপরীত।

দিশা টাইগারের সম্পর্ক নিয়ে জ্যাকিকে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানান, ‘‘ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসাবে তার খোঁজখবর রাখতে চাই না। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই ওদের বন্ধুত্বটা থেকে যাবে।’’

তবে, বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন টাইগার— এ নিয়েই কানাঘুষো শোনা যাচ্ছে বলিপা়ড়ায়।

Advertisement
আরও পড়ুন