Akshay Kumar-Twinkle Khanna

২৩ বছরের বিবাহিত জীবন, তবু টুইঙ্কলকে কেন ভরসা করে উঠতে পারেন না অক্ষয়!

এত বছরের বিবাহিত জীবন। তা-ও নাকি স্ত্রীকে নিয়ে নিজের ছবির প্রিমিয়ার হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠানে যেতে বেশ ভয় পান অক্ষয় কুমার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৬:২৭
টুইঙ্কলের উপর ভরসা করে উঠতে পারেন না অক্ষয়!

টুইঙ্কলের উপর ভরসা করে উঠতে পারেন না অক্ষয়! ছবি: সংগৃহীত।

প্রায় ২৩ বছরের দাম্পত্য অক্ষয় কুমার-টুইঙ্কল খন্নার। বলিউডের অন্যতম সফল তারকা জুটি তাঁরা। তবে তাঁদের বিয়ের সময় কম বিতর্ক হয়নি। কারণ, সে সময় সম্পর্কের ক্ষেত্রেও অক্ষয় ছিলেন ‘খিলাড়ি’। একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কোনও প্রেম সেটেই শেষ হয়ে যায়, আবার কোনও প্রেম বাগ্দান পর্যন্ত গড়িয়েও ভেঙে যায়। তাই টুইঙ্কলের সঙ্গেও সম্পর্কটা ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছবে কি না, তা নিয়ে অনেকের সংশয় ছিল। তবে শেষমেশ টুইঙ্কলেই বাঁধা পড়ল অক্ষয়ের মন। এত বছরের বৈবাহিক জীবন, তা-ও নাকি স্ত্রীকে নিয়ে নিজের ছবির প্রিমিয়ার হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠানে যেতে বেশ ভয় পান অভিনেতা।

Advertisement

টুইঙ্কলের রসবোধ মারাত্মক। তিনি যে বুদ্ধিমতী সেই প্রমাণ মেলে তাঁর লেখায়। সোজাসাপটা কথা বলতে ভালবাসেন টুইঙ্কল। তাতে কারও মনঃক্ষুণ্ণ হলেও পরোয়া করেন না তিনি। তাঁর ও অক্ষয়ের সম্পর্কে কোনও ভনিতা রাখেন না অভিনেত্রী। স্বামীর ভাল কাজের প্রশংসা যেমন করেন, তেমন ভুল দেখলে সমালোচনা করতেও ছাড়েন না টুইঙ্কল। অভিনেতা জানান, স্ত্রীয়ের অতিরিক্ত সত্যবাদী হওয়ার কারণে নাকি টুইঙ্কলকে নিয়ে নিজের সিনেমা দেখাতে যান না। অভিনেতার কথায়, ‘‘টুইঙ্কলকে নিয়ে সিনেমা দেখাতে যাই না। কারণ কানের কাছের সারা ক্ষণ বকবক করবে। এই দৃশ্যটা একেবারে জঘন্য, আবার ক্লাইম্যাক্স পছন্দ না হলে সেটাও বলবে। ছবি দীর্ঘ হয়ে গেলে সেই নিয়ে আপত্তি। একবার টুইঙ্কলকে নিয়ে গিয়েছিলাম আমার ছবির প্রিমিয়ারে। ছবির প্রযোজক কেমন লাগল জানতে চাইতে সটান বলে দেয়, একেবারে জঘন্য ছবিটা।’’ অক্ষয়েরর চিন্তা সব জায়গায় এমন সত্যি কথা বললে আর কোনও প্রযোজক কাজ দেবেন না তাঁকে। যদিও সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয়ের ছবি ‘খেল খেল মে’ মনে ধরেছে টুইঙ্কলের। যদিও ছবি সে ভাবে সাফল্যের মুখ দেখেনি, তবু স্ত্রীর ভাল লেগেছে সেটাই হিট হওয়ার সমান জানালেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন