অক্ষয় কুমার।
২২ অক্টোবর মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহ খুলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সচিবালয় থেকে এমনই খবর জানানো হয়েছে শনিবার। এর পরেই দীপাবলিতে ‘সূর্যবংশী’-র মুক্তির ঘোষণা করেন তিনি। ক্যামেরার পিছনের একটি দৃশ্যের ছবি দিয়ে তিনি লেখেন, ‘অসংখ্য পরিবার আজ উদ্ধব ঠাকরেকে ধন্যবাদ জানাবে। মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহগুলি পুনরায় খুলে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এ বার কেউ আটকাতে পারবে না — আসছে পুলিশ।’
‘সূর্যবংশী’-তে প্রধান চরিত্রে অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনা। তাঁদের পাশাপাশি এই ছবিতে থাকবেন অজয় দেবগণ এবং রণবীর সিংহ। অক্ষয়ের দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, তিনি রোহিত এবং অজয়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। পাশের টেবিলে বসে হাসছেন রণবীর। রোহিতের পরিচালনায় ‘সিঙ্ঘম’ এবং ‘সিম্বা’ ছবিতে অভিনয় করেছিলেন যথাক্রমে অজয় এবং রণবীর। কিন্তু পর্দায় ‘সিঙ্ঘম’ (অজয়) এবং সূর্যবংশী (অক্ষয়) পুলিশ হিসেবে ‘সিম্বা’-র(রণবীর)থেকে উচ্চপদস্থ। এই বিষয়টিকেই টুইটারে চিহ্নিত করেছেন আর কে বিজ নামে এক আইপিএস। তিনি লিখেছেন, ‘ইনস্পেক্টর সাহেব আরামে বসে আছে, এ দিকে এসপি সাহেব দাঁড়িয়ে আছে। এ রকম কখনও হয় না।’
इंस्पेक्टर साहेब बैठे हैं (तन कर) और एस पी साहब खड़े, ऐसे नही होता है जनाब
— RK Vij (@ipsvijrk) September 25, 2021https://t.co/iIvElW9pxC
এই মন্তব্য নজর এড়িয়ে যায়নি অক্ষয়ের। সেই আইপিএসকে উত্তর দিয়ে লিখেছেন, ‘মহাশয়, এটি বিরতির সময় তোলা একটি ছবি। এক বার ক্যামেরা চালু হলেই আমরা শিল্পীরা সব নিয়ম মানতে শুরু করে দিই। পুলিশকে আমাদের বিনম্র শ্রদ্ধা। আশা করি, ছবিটি দেখে আপনার ভাল লাগবে।’
অক্ষয়ের এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন আইপিএস। লিখেছেন, ‘পুলিশকে শ্রদ্ধা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি মজা করেই কথাটি লিখেছিলাম। ছবিটি অতি অবশ্যই দেখব।’