Saif Ali Khan attack

‘ও নিজের পরিবারকে রক্ষা করেছে’, সইফের প্রশংসায় অক্ষয়, আর কী বললেন ‘খিলাড়ি’?

সইফ আলি খানের বীরত্বের প্রশংসা করলেন অক্ষয় কুমার। কঠিন সময়ে বন্ধুকে নিয়ে মন খুলে কথা বললেন অক্ষয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:১২
Akshay Kumar calls Saif Ali Khan very brave after the  incident at actor\\\\\\\\\\\\\\\'s residence

(বাঁ দিকে) সইফ আলি খান। অক্ষয় কুমার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তাঁরা দীর্ঘ দিনের বন্ধু। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললগি’, ‘টশন’-এর মতো একাধিক ছবিতে দর্শকের মন জয় করেছে অক্ষয় কুমার-সইফ আলি খানের জুটি। ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সইফ। এ বার বন্ধুকে নিয়ে মনের কথা জানালেন অক্ষয়।

Advertisement

চলতি সপ্তাহে মুক্তি পাবে অক্ষয়ের নতুন ছবি ‘স্কাইফোর্স’। মঙ্গলবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের নায়ক। সাংবাদিকরা তাঁকে সইফ-কাণ্ড প্রসঙ্গে প্রশ্ন করতেই নিজেকে আর ধরে রাখতে পারেননি অক্ষয়। অভিনেতা জানান, সম্পূর্ণ ঘটনায় সইফ বীরত্বের পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে অক্ষয় বলেন, ‘‘ও যে এখন সুস্থ, সেটা জেনে আমি খুব খুশি। সমগ্র ইন্ডাস্ট্রিই খুশি। ও যে ভাবে নিজের পরিবারকে রক্ষা করেছে, সেটা খুবই সাহসের পরিচায়ক।’’

সইফের সাহসিকতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবির প্রসঙ্গও উত্থাপন করেন অক্ষয়। প্রশ্ন ছিল। মজা করে অক্ষয় জানান, সইফের সঙ্গে তাঁর পরবর্তী কাজের নাম হবে ‘দোনো খিলাড়ি’।

গত ১৬ জানুয়ারি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাতে নিজের বাড়িতেই ছুরিকাহত হন সইফ। জানা গিয়েছে, নিজের সন্তানদের রক্ষা করতে গিয়েই আক্রান্ত হন অভিনেতা। তাঁকে ছ’টি কোপ মারা হয়। তার পর থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। মঙ্গলবার দুপুর ২টোর পর সইফ হাসপাতাল থেকে ফিরে যান নিজের বাড়ি।

Advertisement
আরও পড়ুন