Akshay Kumar

Akshay Kumar: ভারতীয় বিমানবাহিনীর গল্পে ফের অক্ষয়, কী চমক দিতে চলেছেন?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৩:৫২
অক্ষয়ের ঝুলিতে একের পর এক ছবি।

অক্ষয়ের ঝুলিতে একের পর এক ছবি।

সেনাবাহিনীর অফিসারের চরিত্র হোক কিংবা দায়িত্বপূর্ণ পুলিশ অফিসার, যে কোনও চরিত্রেই তিনি ‘পারফেক্ট’। অক্ষয় কুমার। আবারও এমনই এক চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। ‘স্ত্রী’র প্রযোজক দীনেশ বিজানের সঙ্গে জোট বাঁধলেন অভিনেতা। মুম্বই সংবাদ সংস্থা সূত্রে খবর এমনটাই। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২০২৩-এই ছবির শ্যুটিং শুরু। বিমানবাহিনীর এক সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প বুনছেন পরিচালক।

Advertisement

এখনও চুক্তির পর্যায় রয়েছে সবটাই। তবে ছবির 'প্রি-প্রোডাকশন'-এর কাজ শুরু হয়ে গিয়েছে। ছবিতে অক্ষয় ছাড়া আর কারা থাকবেন, সেটা জানা যায়নি। ছবির অনেকটাই নির্ভর করছে নায়কের সময়ের উপর৷ কারণ মিস্টার খিলাড়ির হাতে এখন এক গুচ্ছ কাজ। রয়েছে ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’। এ ছাড়াও আছে এক গুচ্ছ ছবির তালিকা। ‘রামসেতু’, ‘রক্সা বন্ধন’, ‘ওহ মাই গড ২’।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন