Celebrity Gossip

বিচ্ছেদের পরেও সলমনকে নিয়ে বিতর্কে পাশে ঐশ্বর্যা, এ বার একই ভূমিকা পালন করবেন ‘ভাইজান’?

এমনই প্রশ্ন বলিউডে। কারণ, ব্যক্তিগত সমীকরণ সরিয়ে রেখেই ২০১৬ সালে সলমনকে সমর্থন জানিয়েছিলেন রাইসুন্দরী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১২:২৭
এ বার ঐশ্বর্যা রাইয়ের পাশে সলমন খান?

এ বার ঐশ্বর্যা রাইয়ের পাশে সলমন খান? ছবি: ফেসবুক।

দু’পক্ষই চান বা না চান, সলমন খান চর্চায় থাকলে ঐশ্বর্যা রাইয়ের নাম উঠবেই। একই ঘটনা রাইসুন্দরীর ক্ষেত্রেও। যেমন, রবিবার থেকে চর্চায় ২০১৬ সালের একটি ঘটনা। খবর, সেই বছর রিও অলিম্পিক্সে ভারতের শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়া হয়েছিল সলমন খানকে। তাঁর নাম উঠতেই সমালোচনা শুরু হয়েছিল। তত দিনে ঐশ্বর্যার থেকে বিচ্ছিন্ন ‘ভাইজান’। তার পরেও অভিনেত্রী ‘কিক’ অভিনেতাকে সমর্থন জানিয়েছিলেন সহ-অভিনেতা হিসাবে। তাঁর মনে হয়েছিল, একই পেশার অন্য কেউ অকারণ সমালোচিত হলে তাঁর পাশে দাঁড়ানো উচিত।

Advertisement

সলমনকে সে সময়ে একা ঐশ্বর্যা নন, আরও কিছু বলিউড তারকা সমর্থন জানিয়েছিলেন। কারণ, অভিনেতাকে দেশের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছিল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। তাই তাঁদের মনে হয়েছিল, সংগঠন বিচার-বিবেচনা করেই সলমনকে বেছেছিল। তারকাদের এই ভাবনার প্রতিফলন ঘটেছিল ঐশ্বর্যার বক্তব্যে। তিনি বলেছিলেন, “যিনি শিল্প, সংস্কৃতি, বিনোদন বা খেলাধুলোর মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনিই এই বিশেষ পদে আসীন হতে পারেন। কেবল প্রকৃত ব্যক্তিকে চিনে নিতে হবে।”

২০২৪-এ একই ভাবে সমালোচনার মুখোমুখি ‘তাল’ অভিনেত্রী। সমালোচিত তাঁর ব্যক্তিগত জীবন। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর দাম্পত্য কি অটুট? সম্প্রতি, একটি অনুষ্ঠানমঞ্চে তাঁর নামের পাশে বচ্চন পদবি দেখা যায়নি। ফলে গুঞ্জন আরও জোরালো। এই জায়গা থেকে বলিউডের প্রশ্ন, এ বার কি সলমন তাঁর ‘হাম দিল দে চুকে সনম’ ছবির নায়িকার পাশে দাঁড়াবেন?

Advertisement
আরও পড়ুন