Aishwarya Rai Bachchan

ননদ শ্বেতার জন্মদিনে একটা শব্দও খরচ করেননি, কিন্তু এক দিন বাদেই কাকে ভালবাসায় ভরালেন ঐশ্বর্যা?

ননদ শ্বেতার ৫০তম জন্মদিনে কোনও শুভেচ্ছাবার্তার দেখা মেলেনি ঐশ্বর্যার তরফে। কিন্তু এক দিন পরেই কার সঙ্গে ছবি দিলেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৪:৫২
Aishwarya Rai bachchan shares a post remembering her father on his death anniversary

(বাঁ দিকে) শ্বেতা বচ্চন নন্দা, ঐশ্বর্যা রাই বচ্চন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

এমনিতেই বচ্চন পরিবারের সদস্যদের অন্দরের সমীকরণ নিয়ে নানা জল্পনা রয়েছে। বচ্চন পরিবারে মেয়ে শ্বেতা বচ্চন ও বৌমা ঐশ্বর্যা রাই বচ্চনের নাকি মোটেও বনিবনা নেই। মাঝেমধ্যেই সেই আঁচও পাওয়া যায়। ১৭ মার্চ রবিবার ছিল শ্বেতার ৫০তম জন্মদিন। সেই উপলক্ষে প্রতীক্ষা-য় বড় পার্টি দেন অমিতাভ ও জয়া বচ্চন। বলিপাড়ার এক ঝাঁক তারকা ও তাঁদের সন্তানদের দেখা মিললেও, অনুপস্থিত ছিলেন ঐশ্বর্যা। দিদি শ্বেতার জন্মদিনে সকালেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিষেক। দিদির সঙ্গে ছোটবেলায় কাটানো নানা মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘হ্যাপি বার্থ ডে শ্বেতাদি, আমি হয়তো বলি না বা দেখাই না, কিন্তু তুমি আমার কাছে সব। আই লাভ ইউ।’’ ভাই দিদিকে শুভেচ্ছা পাঠালেও ঐশ্বর্যার তরফে ননদকে নিয়ে কোনও পোস্ট দেখা যায়নি। কিন্তু এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটার আগে ঐশ্বর্যার সমাজমাধ্যমে এল পোস্ট। তবে তা অভিনেত্রীর বাবার জন্য।

Advertisement

১৮ মার্চ সোমবার ছিল অভিনেত্রীর বাবা কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছরই এই তারিখে বাবার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি দেন ঐশ্বর্যা।এ বারও ঐশ্বর্যা তাঁর মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির বিবরণীতে তিনি লিখেছেন, ‘‘তোমাকে সব থেকে বেশি ভালবাসি, ভালবাসব বাবা। তোমার আশীর্বাদ পেয়ে ধন্য।’’

বচ্চন পরিবারের অন্দরের ফাটল নিয়ে কানাঘুষোর অন্ত নেই। এ বার শ্বেতার জন্মদিনে ঐশ্বর্যার অনুপস্থিতির পর ফের যেন জোরালো হল সেই জল্পনা।

Advertisement
আরও পড়ুন