Celebrities

মেটেনি ছোটবেলার ইচ্ছা, প্রেমিকাকে সবার নজরের আড়ালেই রাখতে চান ‘পাতাললোক’-এর হাতিরাম

মনে প্রাণে চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দেবেন। দেশ রক্ষা করবেন। ছোটবেলা থেকে তাঁর এই একটাই ইচ্ছা ছিল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫০
০১ ১৭
মনে প্রাণে চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দেবেন। দেশ রক্ষা করবেন। ছোটবেলা থেকে তাঁর এই একটাই ইচ্ছা ছিল।

মনে প্রাণে চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দেবেন। দেশ রক্ষা করবেন। ছোটবেলা থেকে তাঁর এই একটাই ইচ্ছা ছিল।

০২ ১৭
কিন্তু বিধাতা তাঁর জন্য আলাদা কিছুই লিখে রেখেছিলেন। তাই শত চেষ্টার পরও সেনাবাহিনীতে যোগ দিতে পারলেন না। বরং হয়ে উঠলেন এক জন অভিনেতা।

কিন্তু বিধাতা তাঁর জন্য আলাদা কিছুই লিখে রেখেছিলেন। তাই শত চেষ্টার পরও সেনাবাহিনীতে যোগ দিতে পারলেন না। বরং হয়ে উঠলেন এক জন অভিনেতা।

০৩ ১৭
তিনি জয়দীপ অহলাওয়ত। ফিল্ম থেকে ওয়েব সিরিজ— সর্বত্রই সমান বিচরণ তাঁর। ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর শাহিদ খান থেকে যাত্রা শুরু করা জয়দীপ আপাতত অনুষ্কা শর্মার প্রযোজনার ওয়েব সিরিজ় ‘পাতাললোক’-এ পৌঁছে গিয়েছেন।

তিনি জয়দীপ অহলাওয়ত। ফিল্ম থেকে ওয়েব সিরিজ— সর্বত্রই সমান বিচরণ তাঁর। ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর শাহিদ খান থেকে যাত্রা শুরু করা জয়দীপ আপাতত অনুষ্কা শর্মার প্রযোজনার ওয়েব সিরিজ় ‘পাতাললোক’-এ পৌঁছে গিয়েছেন।

Advertisement
০৪ ১৭
‘গ্যাংস অব ওয়াসেপুর’ থেকে ‘পাতাললোক’-এর রাস্তা মোটেই সহজ ছিল না তাঁর কাছে। বলিউডে টিকে থাকতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।

‘গ্যাংস অব ওয়াসেপুর’ থেকে ‘পাতাললোক’-এর রাস্তা মোটেই সহজ ছিল না তাঁর কাছে। বলিউডে টিকে থাকতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।

০৫ ১৭
জয়দীপের জন্ম হরিয়ানার রোহতকের খারকারা গ্রামে। হরিয়ানার যুবকদের মোটামুটি প্রচলিত রীতি, পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেওয়া। বাকিদের মতো জয়দীপেরও সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই।

জয়দীপের জন্ম হরিয়ানার রোহতকের খারকারা গ্রামে। হরিয়ানার যুবকদের মোটামুটি প্রচলিত রীতি, পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেওয়া। বাকিদের মতো জয়দীপেরও সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই।

Advertisement
০৬ ১৭
পড়াশোনা শেষ করে সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। কিন্তু অনেক বার পরীক্ষার দিয়েও সফল হননি। জয়দীপের অনেক বন্ধুবান্ধব সেনাবাহিনীতে যোগ দিলেও তাঁর ইচ্ছা পূরণ হয়নি।

পড়াশোনা শেষ করে সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। কিন্তু অনেক বার পরীক্ষার দিয়েও সফল হননি। জয়দীপের অনেক বন্ধুবান্ধব সেনাবাহিনীতে যোগ দিলেও তাঁর ইচ্ছা পূরণ হয়নি।

০৭ ১৭
ছোট থেকেই মঞ্চাভিনেতা হিসাবে সুনাম ছিল তাঁর। সেই ভালবাসাই শেষ পর্যন্ত মুম্বইয়ে টেনে নিয়ে আসে তাঁকে। তার পর আর পিছন ফিরতে হয়নি।

ছোট থেকেই মঞ্চাভিনেতা হিসাবে সুনাম ছিল তাঁর। সেই ভালবাসাই শেষ পর্যন্ত মুম্বইয়ে টেনে নিয়ে আসে তাঁকে। তার পর আর পিছন ফিরতে হয়নি।

Advertisement
০৮ ১৭
২০১০ সালে প্রিয়দর্শনের ছবি ‘খট্টা মিঠা’য় বড় ব্রেক পেয়েছিলেন জয়দীপ। এটা ছিল তাঁর দ্বিতীয় ছবি। প্রথম ছবিতে অতিথি শিল্পী ছিলেন তিনি। তার পর অজয় দেবগণের সঙ্গে ‘আক্রোশ’-এ দেখা গিয়েছিল তাঁকে।

২০১০ সালে প্রিয়দর্শনের ছবি ‘খট্টা মিঠা’য় বড় ব্রেক পেয়েছিলেন জয়দীপ। এটা ছিল তাঁর দ্বিতীয় ছবি। প্রথম ছবিতে অতিথি শিল্পী ছিলেন তিনি। তার পর অজয় দেবগণের সঙ্গে ‘আক্রোশ’-এ দেখা গিয়েছিল তাঁকে।

০৯ ১৭
ফিল্ম আর ওয়েব— দু’টি মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন জয়দীপ। দুই মাধ্যমের মধ্যে বিশেষ ফারাক করেন না তিনি।

ফিল্ম আর ওয়েব— দু’টি মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন জয়দীপ। দুই মাধ্যমের মধ্যে বিশেষ ফারাক করেন না তিনি।

১০ ১৭
তবে বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে অ্যাকশন ফিল্মেই বেশি দেখা গিয়েছে। হরিয়ানার ছ’ফুট এক ইঞ্চির জাঠ অভিনেতার চেহারাটাই তাঁকে বারবার টাইপকাস্ট করে দেয়, মনে করেন অভিনেতা নিজেই।

তবে বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে অ্যাকশন ফিল্মেই বেশি দেখা গিয়েছে। হরিয়ানার ছ’ফুট এক ইঞ্চির জাঠ অভিনেতার চেহারাটাই তাঁকে বারবার টাইপকাস্ট করে দেয়, মনে করেন অভিনেতা নিজেই।

১১ ১৭
তবে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর শাহিদ খান, ‘বার্ড অব ব্লাড’-এর তনবীর শেহজ়াদের চরিত্রে জয়দীপকে মনে রেখেছেন দর্শক।

তবে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর শাহিদ খান, ‘বার্ড অব ব্লাড’-এর তনবীর শেহজ়াদের চরিত্রে জয়দীপকে মনে রেখেছেন দর্শক।

১২ ১৭
আবার ‘পাতাললোক’-এ ইনস্পেক্টর হাতিরামের চরিত্র হোক কিংবা ‘রাজ়ি’তে আলিয়া ভট্টের ট্রেনার থেকে ‘বাগী থ্রি’-র গুন্ডা— সব ধরনের চরিত্রেই স্বচ্ছন্দ অভিনেতা।

আবার ‘পাতাললোক’-এ ইনস্পেক্টর হাতিরামের চরিত্র হোক কিংবা ‘রাজ়ি’তে আলিয়া ভট্টের ট্রেনার থেকে ‘বাগী থ্রি’-র গুন্ডা— সব ধরনের চরিত্রেই স্বচ্ছন্দ অভিনেতা।

১৩ ১৭
কর্মজীবন যতটাই অ্যাকশনে ভরা তাঁর ব্যক্তিগত জীবন ততটাই শান্ত। তাঁর বাবা ছিলেন পেশায় স্কুল শিক্ষক। অত্যন্ত মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন তিনি।

কর্মজীবন যতটাই অ্যাকশনে ভরা তাঁর ব্যক্তিগত জীবন ততটাই শান্ত। তাঁর বাবা ছিলেন পেশায় স্কুল শিক্ষক। অত্যন্ত মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন তিনি।

১৪ ১৭
বলিউড ইন্ডাস্ট্রিতে থেকেও ব্যক্তিগত জীবন ক্যামেরার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। ৪০ বছরের এই অভিনেতা এখনও বিয়ে করেননি।

বলিউড ইন্ডাস্ট্রিতে থেকেও ব্যক্তিগত জীবন ক্যামেরার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। ৪০ বছরের এই অভিনেতা এখনও বিয়ে করেননি।

১৫ ১৭
তবে এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর এটুকুই শুধু জানা যায়। ওই মহিলার পরিচয় কখনও প্রকাশ্যে আসতে দেননি তিনি।

তবে এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর এটুকুই শুধু জানা যায়। ওই মহিলার পরিচয় কখনও প্রকাশ্যে আসতে দেননি তিনি।

১৬ ১৭
সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘খালি পিলি’। বক্স অফিসে খুব একটা প্রভাব দেখাতে পারেনি ছবিটি। তবে প্রতি বারের মতো জয়দীপের অভিনয় প্রশংসিত হয়েছে।

সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘খালি পিলি’। বক্স অফিসে খুব একটা প্রভাব দেখাতে পারেনি ছবিটি। তবে প্রতি বারের মতো জয়দীপের অভিনয় প্রশংসিত হয়েছে।

১৭ ১৭
প্রায় এক দশকের কাছাকাছি হতে চলল জয়দীপের বলিউড-জার্নি। আপাতত আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।

প্রায় এক দশকের কাছাকাছি হতে চলল জয়দীপের বলিউড-জার্নি। আপাতত আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি