Bollywood

শাহরুখের পর আবার কার সঙ্গে জুটি বাঁধবেন তামিল পরিচালক আতলি?

শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেই থেমে থাকছেন না পরিচালক। আবার অন্য এক বলি অভিনেতার সঙ্গে কাজ করতে চলেছেন আতলি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৪:৩৮
শাহরুখ খানের সঙ্গে তামিল পরিচালক আতলি।

শাহরুখ খানের সঙ্গে তামিল পরিচালক আতলি। —ফাইল চিত্র।

দক্ষিণী ছবির গণ্ডি পেরিয়ে বলিউডে পদার্পণ তামিল পরিচালক আতলির। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেই বলিউডে অভিষেক তাঁর। ‘জওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গে দেখতে পাওয়া যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকেও।

কিন্তু তাতেই থেমে থাকছেন না পরিচালক। আবার অন্য এক বলি অভিনেতার সঙ্গে কাজ করতে চলেছেন আতলি। সংবাদ সংস্থা সূত্রের খবর, পরবর্তী ছবির অভিনেতা হিসাবে সলমন খানকেই পছন্দ করেছেন তিনি। সপরিবার দেখার মতো একটি কমেডি ঘরানার ছবিতে সলমনের সঙ্গে কাজ করবেন তিনি।

Advertisement

আপাতত তিনি ‘জওয়ান’ ছবির কাজ নিয়েই ব্যস্ত। ২০২৩ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। চার বছরের দীর্ঘ বিরতির পর বড় পর্দায় শাহরুখকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে নায়ককে। বাবা এবং ছেলের চরিত্রে। তার জন্য প্রস্থেটিক মেক আপে দেখা যেতে পারে শাহরুখকে।

আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে কিং খান অভিনীত ‘পঠান’। রাজকুমার হিরানীর ছবিও রয়েছে তাঁর ঝুলিতে।

Advertisement
আরও পড়ুন