panchyat

Jitendra Panchayat: ‘সচিবজি’ এ বার জাদুকর, নেটফ্লিক্সে নতুন চমক জিতেন্দ্রর

‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের সাদামাঠা ‘সচিবজি’ এ বার নতুন ভূমিকায়। জিতেন্দ্র কুমার এ বার ‘জাদুকর’-এর চরিত্রে।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ২১:৩৫
নতুন চরিত্রে জিতেন্দ্র

নতুন চরিত্রে জিতেন্দ্র

‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের সাদামাঠা ‘সচিবজি’কে ভালবেসেছিলেন সকলেই। পারিশ্রমিক কম হলেও মন জিতেছিলেন জিতেন্দ্র কুমার। তবে এ বার আর তিনি ‘সচিবজি’ নন। নেটফ্লিক্সে জাদুকর হয়ে আসছেন তিনি। পরিচালক সমীর সাজেনা। চিত্রনাট্য লিখেছেন বিশ্বপতি সরকার। আগামী ১৫ জুলাই থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি। নেটফ্লিক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আগামী সিরিজের নাম ঘোষণা করে লেখা হয়েছে, ‘তালি দিয়ে স্বাগত জানান নিমুচের প্রিয় জাদুকরকে। আগামী ১৫ জুলাই থেকে শুধুমাত্র নেটফ্লিক্সে।’

Advertisement

জানা গিয়েছে, তাঁর চরিত্রের নাম ম্যাজিক মিনু। মধ্যপ্রদেশের এক অখ্যাত অঞ্চলে তাঁর বেড়ে ওঠা। একটি মেয়েকে ভালবাসে। সেই মেয়েকে বিয়ে করার জন্য জিততে হবে স্থানীয় এক ফুটবল ম্যাচ।অন্য দিকে, ফুটবলে তাঁর উৎসাহ নেই মোটেও। তা হলে কী হবে? জাদুর জোরেই কিস্তিমাত? জানা যাবে ১৫ জুলাই। জিতেন্দ্র ছাড়াও ‘জাদুকর’-এ দেখা যাবে আরুশি শর্মা, জাভেদ জাফরি, বিক্রম মালতি, গণেশ দেওকর, ধ্রুব ঠুক্রাল এবং অজিত সিংহ পালাওয়াত ও অন্যেরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement