(বাঁ দিক থেকে) ববি দেওল, অজয় দেবগন, রাজকুমার রাও। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্যতম কৃতী ও বহুমুখী প্রতিভাধর অভিনেতা তিনি। অন্য ঘরানার ছবিতেও যেমন প্রশংসিত তিনি, বাণিজ্যিক ধারার ছবিতেও সাফল্যের খতিয়ান কম নয় বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের। ‘শাহিদ’, ‘ট্র্যাপড’, ‘আলিগড়’-এর মতো ছবিতে অনবদ্য অভিনয় করে দর্শক ও সমালোচকের প্রশংসা অর্জন করেছেন রাজকুমার। পাশাপাশি কাজ করেছেন ‘স্ত্রী’, ‘বরেইলি কি বরফি’, ‘শাদি মে জরুর আনা’র মতো আদ্যোপান্ত বাণিজ্যিক ছবিতে। এমনকি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ঐতিহাসিক চরিত্রেও রাজকুমার অভিনয় করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। বছর ছয়েক আগে মুক্তি পাওয়া স্বল্প দৈর্ঘ্যের সিরিজ় ‘বোস: ডেড অর অ্যালাইভ’-এ নেতাজির ভূমিকায় তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। এ বার আরও এক ঐতিহাসিক চরিত্রে দেখা যেতে চলেছে রাজকুমারকে। খবর, শহীদর ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা।
এর আগে শহীদ ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করেছেন একাধিক বলিউড অভিনেতা। ২০০২ সালে ’২৩ মার্চ ১৯৩১: শহীদ’ ছবিতে ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল। সেই বছরই ‘দ্য লেজেন্ড অফ ভগৎ সিংহ’ ছবিতে স্বাধীনতা সংগ্রামী নেতার চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ছবিতে নিজের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পান অজয়। এ ছাড়াও খুব একটা জনপ্রিয় না হলেও একাধিক ছবিতে ভগৎ সিংহের ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদ, অমল পরাশরের মতো অভিনেতাদেরও। এ বার সেই ব্যাটন গিয়ে পড়ল রাজকুমার রাওয়ের হাতে। শোনা যাচ্ছে, স্বাধীনতা সংগ্রামী শহিদের চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন রাজকুমার। যদিও এখনও পর্যন্ত প্রজেক্টের বিষয়ে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি। ভগৎ সিংহের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে গবেষণা ও চিত্রনাট্য লেখার কাজে আপাতত ব্যস্ত রয়েছেন নির্মাতারা।
এর আগে ভগৎ সিংকে নিয়ে বলিউডে একাধিক ছবি তৈরি হলেও একেবারে নতুন আঙ্গিকে স্বাধীনতা সংগ্রামীর জীবনকে পর্দায় তুলে ধরতে চান নির্মাতারা। শোনা যাচ্ছে, গোটা চিত্রনাট্য সাজাতেই সময় লাগবে আনুমানিক আরও ছয় থেকে আট মাস। তার পর শুরু হবে শুটিংয়ের কাজ।