Sobhita Dhulipala

রাত সাড়ে এগারোটায় হঠাৎ ফোন! শোভিতার জায়গায় অভিনয়ের জন্য আনা হয় একটি কুকুরকে?

একটি বিজ্ঞাপনী ছবির জন্য সুযোগ পেয়েছিলেন শোভিতা। তিনি সাক্ষাৎকারে বলেছেন, “রাত সাড়ে ১১টার সময়ে আমাকে ফোন করে অডিশনে ডাকা হয়। খুবই অদ্ভুত লেগেছিল বিষয়টা। আমি গিয়ে অডিশন দিই।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:১৪
Actress Sobhita Dhulipala was once replaced by a dog

শোভিতার জায়গায় নিয়ে আসা হয় একটি কুকুরকে। ছবি: সংগৃহীত।

অভিনয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন শোভিতা ধুলিপালা। তাঁর জায়গায় শেষ পর্যন্ত সুযোগ পেয়েছিল একটি কুকুর। এমনও হতে পারে? নাগা চৈতন্যের স্ত্রীর সঙ্গে বাস্তবেই এমন হয়েছিল। একটি কুকুরের কাছে হেরে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ঘটনা নিজেই প্রকাশ্যে আনেন শোভিতা।

Advertisement

একটি বিজ্ঞাপনী ছবির জন্য সুযোগ পেয়েছিলেন শোভিতা। তিনি সাক্ষাৎকারে বলেছেন, “রাত সাড়ে এগারোটার সময়ে আমাকে ফোন করে অডিশনে ডাকা হয়। খুবই অদ্ভুত লেগেছিল বিষয়টি। আমি গিয়ে অডিশন দিই।” এর পরে সুযোগ পান শোভিতা। বলা হয়, গোয়ায় গিয়ে শুটিং হবে। প্রথম দিন ভাল ভাবেই শুটিং হয়। দ্বিতীয় দিন ক্যামেরায় গোলমাল হয়েছিল। তাই অন্য দিন শুটিং করা হবে বলে স্থির হয়, জানিয়েছেন শোভিতা।

পরের দিন শুটিং-এ পৌঁছে অবাক হয়ে যান শোভিতা। অভিনেত্রী জানতে পারেন, পণ্যের সঙ্গে তাঁর ভাবমূর্তি খাপ খাচ্ছে না। পণ্যের সাপেক্ষে তাঁকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখতে লাগছে। এই ভাবে হাতছাড়া হয় সেই সুযোগ। শোভিতার পরিবর্তে অন্য কোনও অভিনেত্রী বা মডেলকে নয়। নিয়ে আসা হয় একটি কুকুরকে। শোভিতা নিজেই বলেছেন, “আমাকে নাকি দেখতে বেশি আত্মবিশ্বাসী লাগছিল, যা একেবারেই পণ্যের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। তাই আমার পরিবর্তে একটি কুকুরকে নিয়ে আসা হয়। তবে আমি পারিশ্রমিক পেয়েছিলাম।”

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া ও জিম সর্ভও। শোভিতার থেকে এই ঘটনা শুনে অবাক হয়ে যান তাঁরাও।

Advertisement
আরও পড়ুন