Samantha Prabhu

নিজের নামে মন্দির, জন্মদিনে ভক্তের উপহার পেয়ে বিস্মিত সামান্থা

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২৮ এপ্রিল পা দিলেন ৩৬-এ। জন্মদিনে বিশেষ উপহারে তাঁকে ভরিয়ে দিয়েছেন নায়িকার ভক্তরা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১৯:৩৯
Samantha Ruth Prabhu is the next in line of celebrities to get a temple made in her name

জন্মদিনে বিশেষ উপহার পেলেন সামান্থা রুথ প্রভু। —ফাইল চিত্র।

২৮ এপ্রিল ছিল অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জন্মদিন। যদিও তাঁকে মূলত দক্ষিণ ভারতীয় ছবিতেই দেখেছে দর্শক। ‘পুষ্পা’ ছবিটি মুক্তির পর থেকে তাঁর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়ে চলেছে। ‘উ অন্তভা’ গানে তাঁর নাচ এখনও রীতিমতো দর্শকের স্মৃতিতে টাটকা। যদিও নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শকুন্তলম’ তেমন ভাবে বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার কথা নিজেই সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী। সামান্থার শারীরিক অবস্থা নিয়ে খানিকটা উদ্বিগ্ন তাঁর ভক্তরা। প্রিয় অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তাঁকে নানা রকম উপহারে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। জন্মদিনে অনেক রকমের উপহারের মধ্যে সামান্থ এই উপহারের কথা শুনলে সত্যিই চমকে যাবেন।

ফুলের তোড়া বা কেক নয়, নায়িকার নামে আস্ত একটা মন্দির তৈরি করে ফেললেন এক ভক্ত। অন্ধ্রপ্রদেশের এক ভক্ত তাঁর নিজের বাড়িতেই তৈরি করেছেন মন্দির। সেখানে সামান্থার আদলে তৈরি করেছেন একটি মূর্তি। নায়িকার এই ভক্তের নাম সন্দীপ। শোনা যাচ্ছে, তবে ওই মন্দিরে শুধু সামান্থার মূর্তি নয়, রয়েছে খুশবু সুন্দর, নয়নতারা, নিধি আগরওয়াল, সোনু সুদের মূর্তিও। জন্মদিনে এমন একটি উপহার পেয়ে ভীষণই খুশি নায়িকা। শুক্রবার ৩৬ বছরে পা দিলেন নায়িকা।

Advertisement

শেষ কয়েক দিন হল শিরোনামে নায়িকা। নেপথ্যে দক্ষিণী প্রযোজক-পরিচালক চিট্টিবাবু। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শকুন্তলম’ ব্যবসায়িক ভাবে ব্যর্থ হওয়ার পরেই সামান্থার দিকে ধেয়ে এসেছে সমালোচনার ঝড়। অভিনেত্রীর কর্মজীবন নাকি একেবারে শেষ হওয়ার মুখে, সপ্তাহ খানেক আগেই এমন মন্তব্য করেন দক্ষিণী প্রযোজক-পরিচালক চিট্টিবাবু। চিট্টিবাবুর নাম উল্লেখ না করলেও সমাজমাধ্যমে পাতায় ইঙ্গিতবাহী পোস্ট করে তাঁকে সপাট জবাবও দেন সামান্থা। তবে সামান্থার পোস্ট যে তাঁকে উদ্দেশ করেই, তা বুঝতে পেরে এ বার উত্তর দিলেন দক্ষিণী প্রযোজক-পরিচালক। চিট্টিবাবুর সেই উত্তর ঘিরেই এখন তুঙ্গে চর্চা।

Advertisement
আরও পড়ুন