New Bengali Movie

সৌজন্য সাক্ষাতের মোড়কে কাজের কথা? সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে থাকতে পারেন ঋতাভরী?

কিছু দিন আগে সৃজিত আর ঋতাভরী নিজস্বীতে ধরা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন সমাজমাধ্যমে। শোনা যাচ্ছে, ওই সাক্ষাৎ নাকি নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল না!

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৯:০৫
ঋতাভরী চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায় ক্যামেরার সামনে-পিছনে?

ঋতাভরী চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায় ক্যামেরার সামনে-পিছনে? ছবি: ফেসবুক।

দিন কয়েক আগে সমাজমাধ্যমে ঝড় তুলেছিলেন তাঁরা। বলা ভাল, তাঁদের একটি নিজস্বী। সৃজিত মুখোপাধ্যায়-ঋতাভরী চক্রবর্তী। ছবির সঙ্গে মিষ্টি ক্যাপশনও লিখেছিলেন পরিচালক। লিখেছিলেন, “জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছ? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছ?” এই বার্তা পড়ে দুই খ্যাতনামীর অনুরাগীরা ধরে নিয়েছিলেন, বহু দিন পরে মুখোমুখি সাক্ষাৎ। পুরোটাই সৌজন্যমূলক। সৃজিত পুরনো বন্ধুত্ব বুঝি এ ভাবেই ঝালিয়ে নিলেন!

Advertisement

শনিবার টলিপাড়ায় গুঞ্জন, এই সাক্ষাৎ মোটেই কাকতালীয় নয়। সৌজন্যের মোড়কে নাকি কাজের কথাও হয়েছে। সব ঠিক থাকলে সৃজিতের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে দেখা যেতে পারে ঋতাভরীকে। ২০২১ সালে প্রযোজক রানা সরকার এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন আনন্দবাজার অনলাইনের মাধ্যমে। তার পর নানা কারণে ছবির কাজ পিছিয়ে গিয়েছে, স্থগিত থেকেছে। গত বছরের শীতে আনন্দবাজার অনলাইনই আবার জানায়, ২০২৫-এ ছবির কাজ শুরু করবেন সৃজিত। প্রযোজক রানা সিলমোহর দেন সেই খবরে। সেই খবর অনুযায়ী চলতি বছরের মে-জুন মাসে ছবির শুটিং শুরু হবে। তার আগে এই খবর নিঃসন্দেহে ছবির মুকুটে নতুন পালক।

ছবি ঘিরে খবর আরও আছে। প্রথম নাম ঘোষণার সময় ছবিতে সোহিনী সরকার, পাওলি দামের নাম উল্লেখ করেছিলেন প্রযোজক। সম্প্রতি, তালিকায় নাকি ইশা সাহারও নাম জুড়েছে। টলিউডের গুঞ্জন কি আদৌ সত্যি? জানতে যোগাযোগ করা হয়েছিল প্রযোজকের সঙ্গে। তাঁর সাফ জবাব, “ছবি নিয়ে বলার সময় এখনও আসেনি। যথা সময়ে সকলে সব জানতে পারবেন।”

Advertisement
আরও পড়ুন