Pet Feeder Buying Tips

পোষ্যের খাওয়ার জন্য বাসন কিনবেন, কী কী দেখে তা বাছাই করবেন?

পোষ্যের খাওয়ার জন্য বাসন বা ‘ফিডার’ কিনবেন? যে কোনও থালা-বাটি কি তার জন্য কেনা যায়? কোন ধরনের জিনিস কিনলে সুবিধা হবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫০
পোষ্যের খাবারের পাত্র বা ফিডার কেনার আগে কোন বিষয়গুলিতে গুরুত্ব দেবেন?

পোষ্যের খাবারের পাত্র বা ফিডার কেনার আগে কোন বিষয়গুলিতে গুরুত্ব দেবেন? ছবি:ফ্রিপিক।

বাড়ির খুদে সদস্যটির যাতে কোনও অসুবিধা হয় সে দিকে খেয়াল রাখেন সব বাবা-মায়েরাই। তার পোশাক, খাবার, খাওয়ার বাসনপত্র, পরিচ্ছন্নতার দিকে লক্ষ থাকে মায়ের। মনুষ্যসন্তানের যেমন যত্ন দরকার, পোষ্যেরও ঠিক তেমনই। মাটিতে থালা দিয়ে দিলেই কিন্তু পোষ্য খেতে পারে না। বরং চেহারা বড়সড় হয়ে গেলে এ ভাবে খেতে তার অসুবিধা হয়। পোষ্যের খাওয়ার সুবিধার জন্য যেমন স্ট্যান্ড রয়েছে, তেমনই রয়েছে তাদের জন্য বিশেষ বাসনও। পাওয়া যায় বিশেষ ‘ফিডার’ও। পোষ্য যাতে নিজের মতো খেতে পারে, সে জন্য বাটি, জল রাখার পাত্র-সহ অনেক কিছুই এখন মেলে। কিন্তু বাড়ির সারমেয় বা মার্জারের জন্য উপযুক্ত কোনটি হবে, বাছাই করবেন কী ভাবে?

Advertisement

মান: দোকানে যে কোনও বাসন কিনতে গেলে যেমন তার মান দেখে নেন, এ ক্ষেত্রেও তা জরুরি। প্রজাতি অনুযায়ী সারমেয়দের আকার বড়-ছোট হয়। স্বাভাবিক ভাবেই তার খাবারের পাত্র বা বাসন মানানসই হওয়া দরকার। আর গুণমানের প্রশ্নে আপস করলে, দ্রুত তা নষ্ট হয়ে যেতে পারে। ছটফটে কুকুরের জন্য কাচ বা ভঙ্গুর বাসন বা বাটি না কেনাই ভাল। আবার প্লাস্টিকের বাসন পড়ে না ভাঙলেও তা পোষ্যের স্বাস্থ্যের জন্য ভাল নয়। ফলে প্লাস্টিক হোক বা স্টিল, গুণমান বুঝে নেওয়া দরকার।

পরিচ্ছন্নতা: পোষ্যের থালা-বাটিও নিয়ম করেও মাজতে, ধুতে হবে। তাই এমন বাসন বেছে নেওয়া দরকার, যা সহজে পরিষ্কার করা যাবে। হাত থেকে পড়লে তুবড়ে বা ফেটে যাবে না। অনেক সময় তাড়াহুড়োয় পোষ্যের বাসন নিয়মিত পরিষ্কার করা হয় না। এতে কিন্তু ব্যাক্টেরিয়া জন্মাতে পারে।

আকার-আয়তন: বিড়াল এবং কুকুরের চেহারা এবং খাবারের পরিমাণে তফাত হয়। তাই পোষ্যের বয়স, তার আকৃতি, খাবারের পরিমাণ বুঝে বাটি বা থালা কিনুন। পোষ্যেরা পাত্রে জিভ দিয়ে খাওয়ার সময় যাতে মুখ এ দিক-ও দিক সহজে নাড়াচাড়া করতে পারে, বাটি যেন মুখের অনুপাতে খানিক বড় হয়, দেখে নেওয়া দরকার। কতটা খাবার বা জল সে খায়, সেটা ধরবে কি না বুঝে বাসন বেছে নিন।

বৈশিষ্ট্য: বাসন হোক বা সারমেয়কে খাওয়ানোর ‘ফিডার’, কেনার সময় তার সুবিধা-অসুবিধা বুঝে নেওয়া দরকার। পোষ্য কতটা খাবে, সে সব যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করার মতো ফিডারও থাকে। যেখানে যন্ত্রের মধ্যে নির্দিষ্ট স্থানে কুকুরের খাবার ভরে রাখতে হয়। মোবাইল অ্যাপের সাহায্যে নির্দেশ দেওয়া যায় কতটা খাবার পোষ্যকে দিতে হবে। সেই পরিমাণ খাবার যন্ত্র সংলগ্ন বাটিতে বেরিয়ে আসে।

Advertisement
আরও পড়ুন