Bollywood Scoop

‘তোমার কথা মনে পড়ছে’, ঐশ্বর্যা নয়! কোন নায়িকাকে লিখেছিলেন অভিষেক? ফাঁস করলেন প্রিয়ঙ্কা

‘ব্লাফমাস্টার’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা ও অভিষেক। ছবির সেটে প্রায়শই নানা ধরনের খুনসুটি করতেন অভিষেক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:২১
Actress Priyanka Chopra once pranked with Abhishek Bachchan

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এক নায়িকার কথা নাকি খুব মনে পড়ছে। এমন একটি বার্তা সেই নায়িকাকে সটান পাঠিয়েছিলেন অভিষেক বচ্চন। বর্তমানে তাঁরা দু’জনই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু একটা সময় সেই নায়িকাকে অভিষেক লিখে পাঠিয়েছিলেন, “তোমার কথা আমার খুব মনে পড়ছে।’’ তবে অভিষেকের এই বার্তার নেপথ্যে ছিল আরও একটি ঘটনা। সেই ঘটনা একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে আনেন প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

‘ব্লাফমাস্টার’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা ও অভিষেক। ছবির সেটে প্রায়শই নানা ধরনের খুনসুটি করতেন অভিষেক। এমনই এক দিন প্রিয়ঙ্কার ফোন লুকিয়ে রেখে দেন অভিষেক। তার পরেই অভিষেকের সঙ্গে পাল্টা খুনসুটি করার ফন্দি আঁটেন প্রিয়ঙ্কা। অভিনেত্রী বলেছেন, “ও আমার ফোন প্রথমে চুরি করেছিল। ফোনের উপর বসে পড়েছিল।” এর প্রতিশোধ নিয়েছিলেন প্রিয়ঙ্কা। অভিষেকের ফোন থেকে তিনি রানি মুখোপাধ্যায়কে লিখে পাঠিয়েছিলেন, “তোমার কথা খুব মনে পড়ছে। তুমি কোথায়?” এই বার্তা পাঠিয়ে সঙ্গে সঙ্গে সেই ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি। গোটা একটা দিন প্রায় ফোন খুঁজতে খুঁজতেই কেটে গিয়েছিল অভিষেকের। পরে রানি পাল্টা বার্তায় লিখেছিলেন, “তোমার কি কিছু হয়েছে অভিষেক?” যদিও রানি জানতে পারেননি, এই খুনসুটি আসলে প্রিয়ঙ্কা করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’র মতো ছবিতে জুটি বেঁধেছিলেন রানি ও অভিষেক।

Advertisement
আরও পড়ুন