একই সঙ্গে বলিউডে আবার টলিউডেও টোটা রায়চৌধুরী। নিজস্ব চিত্র।
বহু রূপে সম্মুখে টোটা রায়চৌধুরী। বলিউডে এবং টলিউডেও। এমনও ঘটছে, তাঁর ছবি-সিরিজ় একই দিনে মুক্তি পাচ্ছে। যেমন, গত ২০ ডিসেম্বর। ওই দিন হইচই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজ়টি। এখানে তিনি ‘ফেলুদা’। একই দিনে তিনি বড় পর্দাতেও, প্রতিম ডি গুপ্তর বড়দিনের ছবি ‘চালচিত্র’-তে কড়া পুলিশ প্রধান। পর্দায় তিনি ‘চট্টোপাধ্যায়’ মানেই ছবি হিট! কর্ণ জোহরের ‘রকি ঔর রানি...’ তে ‘চন্দন চট্টোপাধ্যায়’। প্রতিমের ছবিতে তিনি ‘কনিষ্ক চট্টোপাধ্যায়’।
এই বিশেষ যোগ ফের ঘটতে চলেছে ১০ জানুয়ারি। খবর, ওই দিন মুক্তি পাচ্ছে বিক্রম মোতওয়ানের সিরিজ় ‘ব্ল্যাক ওয়ারেন্ট’, বাংলা জনপ্রিয় সিরিজ় ‘নিখোঁজ’-এর দ্বিতীয় পর্ব। দুটোই অপরাধ দুনিয়া নিয়ে। খবর, ২০১৯-এ সাংবাদিক সুনেত্রা চৌধুরী এবং তিহার জেলের প্রাক্তন সুপারিনটেনডেন্ট সুনীল গুপ্তার লেখা বই ‘ব্ল্যাক ওয়ারেন্ট: কনফেশনস অফ আ তিহার জেলর’ বিক্রমের সিরিজ়ের বিষয়। কুখ্যাত আসামিদের সঙ্গে জেলরের জীবন কাটানোর অভিজ্ঞতা দেখানো হবে সেখানে। গুঞ্জন, এই জেলারের ভূমিকাতেই সম্ভবত দেখা যাবে টোটাকে।
২০২৩-এর ডিসেম্বরের শুরুতে এই সিরিজ়ের ‘লুক’ প্রথম প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা। পরিচালকের সঙ্গে তাঁর তোলা একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে। দুধসাদা শার্টের উপরে হালকা চকোলেট রঙের ব্লেজার, ট্রাউজার আর টাই। চুল উল্টে আঁচড়ানো। পরিষ্কার করে দাড়ি কামানো। ফলে, চোখ টেনেছে গোঁফ। সেই সময় টোটা জানিয়েছিলেন, বিক্রমের কাজের অনুরাগী তিনি। ওঁর সঙ্গে কাজ করার পর চিন্তাধারা ও কর্মপদ্ধতি প্রভাবিত করেছে অভিনেতাকে। অন্য দিকে বাংলা সিরি়জ়ে তিনি একটি বেসরকারি চ্যানেল প্রধান ‘রোমিত সেন’। তাঁর বিরুদ্ধেই এক অধস্তন মহিলা সাংবাদিককে খুনের অভিযোগ!
কী করে একই দিনে দুই রূপে ধরা দিচ্ছেন? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। ফোনের ও পারে তৃপ্তি হাসি অভিনেতার। টোটা বললেন, “নির্ঘাৎ গ্রহ-নক্ষত্রের কারসাজি। ২০২৪-এর ২০ ডিসেম্বর থেকে ঘটছে। আবার ঘটতে চলেছে ১০ জানুয়ারি।” এও জানিয়েছেন, কাজগুলো যে পরপর হয়েছে তেমন নয়। তবে মুক্তি পাচ্ছে একদিনে। কণ্ঠে কপট দুশ্চিন্তার ছোঁয়াও, “এ ভাবে একদিনে দুটো করে কাজ মুক্তি পেলে আমারই চাপ। এত দিন ধীরেসুস্থে কাজ করে এসেছি। এখন দেখছি রে রে করে ছুটতে হবে। নইলে কাজের ঝুলি শূন্য।”
না, টোটা এর বেশি কিছু বলেননি। বিক্রমের সিরিজ়ের চরিত্র নিয়ে মুখ খোলার উপায় নেই তাঁর। এটি প্রথম পর্ব। সিরিজ়ে তাঁর সঙ্গে দেখা যাবে শশী কপূরের দৌহিদ্র জ়াহান কপূরকে। এই সিরিজ় দিয়ে ওয়েব দুনিয়ায় পা রাখছেন তিনি। বাংলা সিরি়জ়ে টোটার সহ-অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়।