swastika dutta

‘দুই গুণ...দ্বিগুণ’ হচ্ছেন শোভন-স্বস্তিকা, নেটমাধ্যমে ভালবাসার কথা স্বীকার

শোভন-স্বস্তিকার সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে এনেছিল আনন্দবাজার ডিজিটাল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৮
স্বস্তিকা-শোভন।

স্বস্তিকা-শোভন।

একুশের বসন্তের রং কালো? ছবি বলছে, তাতে লালের ছোঁয়াও আছে। মিলেমিশে এক হয়ে। ঠিক যেভাবে শনিবারের সন্ধেয় লাল-কালো শাড়ি আর লাল পাঞ্জাবি-সাদা চোস্তায় ‘একাকার’ গায়ক শোভন গঙ্গোপাধ্যায় আর অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একে অন্যের গা ঘেঁষে দাঁড়িয়ে। যেন একচুল দূরত্বও বরদাস্ত করতে রাজি নন। শোভনের মুখে হালছাড়া হাসি। হাসিতে ভেঙে পড়তে পড়তে লজ্জা লুকিয়েছেন স্বস্তিকা!

ছবি ভাগ করে নেওয়ার পাশাপাশি ইঙ্গিতে যুগলের ফেসবুকে স্বীকারোক্তি। শোভনের দাবি, ‘দুই গুণ...দ্বিগুণ’। মেনে নিয়ে স্বস্তিকার ছোট্ট উত্তর, ‘হ্যাঁ’।

শোভন-স্বস্তিকার সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে এনেছিল আনন্দবাজার ডিজিটাল। কয়েক মাস ধরেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, একে অন্যকে চোখে হারাচ্ছেন। জানতে চাইলে যদিও জবাব আসত, ‘আমরা খুব ভাল বন্ধু’। এদিকে ভ্যালেন্টাইন’স ডে-তে প্রেমিকাকে গান উৎসর্গ করেছেন শোভন। স্বরস্বতী পুজোর দিনে গিয়েছিলেন স্বস্তিকার বাড়ি। তখনও তাঁদের কথায়, এখনও প্রকাশ্যে কিছু বলার সময় আসেনি।

Advertisement

এর পরেই শনিবাসরীয় সন্ধেয় আচমকাই পর্দা উঠল যাবতীয় গোপনীয়তার। ছবি নজরে আসতেই ফেসবুক উত্তাল শুভেচ্ছায়, ভালবাসায়। আগামী দিনের একসঙ্গে পথচলা যাতে ‘সুরেলা’ হয় সেই শুভকামনাও জানিয়েছেন প্রায় প্রত্যেকেই। যদিও স্বস্তিকা সরাসরি কোনও উত্তর দেননি। প্রত্যেককেই তাঁর মনের ভাব জানিয়েছেন ইমোজিতে।

Advertisement
আরও পড়ুন