Celebrity Birthday

একই দিনে জন্মদিন, টেবিলে দুটো কেক, সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে জন্মদিন পালন সৌরভের

সুশান্তের মৃত্যু এখনও মেনে নিতে পারেন না সৌরভ-দর্শনা। তাই প্রতি বছর দুটো কেক আসে। সুশান্তকে কেক উৎসর্গ করে তবে নিজে খান সৌরভ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৬
এক দিনে সুশান্ত সিংহ রাজপুত-সৌরভ দাসের জন্মদিন।

এক দিনে সুশান্ত সিংহ রাজপুত-সৌরভ দাসের জন্মদিন। ছবি: ইনস্টাগ্রাম।

সুশান্ত সিংহ রাজপুত নেই পাঁচ বছর। অনুরাগীরা তাঁকে ভুলতে পারলেন কই? ২১ জানুয়ারি এখনও প্রয়াত অভিনেতাকে স্মরণ করে তাঁর অনুরাগীরা নানা সমাজসেবামূলক কাজ করে থাকেন। একই ভাবে সুশান্তকে ভুলতে পারেননি টলিউডের সৌরভ দাসও। ভোলার উপায় নেই তাঁর, কারণ একই দিনে জন্মদিন দু’জনের। এখনও বলি অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি। তাই প্রতি বছর দুটো কেক আসে। একটি সুশান্তকে উৎসর্গ করেন, তার পর নিজের কেক কাটেন। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। সৌরভের এ বছরের জন্মদিনের দোসর স্ত্রী দর্শনা বণিক।

Advertisement

কাকতালীয় ভাবে একই দিনে জন্মদিন সৌরভ-সুশান্তের। একই পেশায় যুক্ত দু’জনে। কেবল একজন আছেন, অন্য জন আর ফিরবেন না...।

সকাল থেকে সৌরভ ব্যস্ত আসন্ন ক্রিকেট ম্যাচের মহড়ায়। তাঁর বদলে স্ত্রী দর্শনা আনন্দবাজার অনলাইনের সঙ্গে বাক্যালাপ সারেন। কাকতালীয় যোগের কথা বলতেই দর্শনার কণ্ঠে বিষণ্ণতা। বললেন, “বিনোদন দুনিয়ার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না সুশান্তের। পরিশ্রম ও একাগ্রতার জোরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এত লড়াই কি এ ভাবে শেষ হয়ে যাওয়ার জন্য?” স্বভাবেও মিল আছে সুশান্ত-সৌরভের, দাবি অভিনেত্রীর। জানিয়েছেন, সৌরভও খুব আড্ডাবাজ নন। খুব কাছের কিছু মানুষের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তাই জন্মদিনে তেমন হুল্লোড় হবে না।

অভিনেত্রী-স্ত্রী সৌরভকে চমকে দিতে দুপুরে পোলাও, মাছ, মাংস, পাঁচ রকম ভাজা, পায়েসের আয়োজন করেছিলেন। বিকেলে স্থানীয় এক সংস্থার সহযোগিতায় কিছু মানুষকে খাওয়ানোর ইচ্ছে তাঁদের। এ ছাড়া, অভিনেতার মা-বোনের সঙ্গেও দেখা করতে যাবেন অভিনেতা দম্পতি। আর উপহার? দর্শনার কথায়, “খেলাপাগল লোক। বিবাহবার্ষিকীতে ক্রিকেট ব্যাট নিয়েছিল। জন্মদিনে খেলোয়াড়দের জন্য বানানো বিশেষ রোদচশমা চেয়েছে। সেটাই দেব।”

Advertisement
আরও পড়ুন