দুবাই থেকে ফিরেই ‘লায়ন’-এর প্রস্তুতি নেবেন জিৎ? ছবি: সংগৃহীত।
প্রথম চিত্রনাট্যের খসড়া তৈরি। দ্বিতীয় চিত্রনাট্য লেখা চলছে জোরকদমে। সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুটিং শুরু। নতুন বছরে শুটিংয়ের জায়গা দেখতে দল যাবে মালয়েশিয়া আর থাইল্যান্ড। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘লায়ন’ নিয়ে এ ভাবেই এগোচ্ছেন প্রযোজক শ্যামসুন্দর দে। ছবির নায়ক জিৎ কী করছেন?
বিশ্বস্ত সূত্রে খবর, নায়ক এখন সপরিবার দুবাইয়ে। বলিউডের মতো টলিউডেও এখন বছর শেষের ছুটির আমেজ। সপরিবার রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ, গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমার, দেবচন্দ্রিমা সিংহ রায় যেমন বাইরে বেড়াতে গিয়েছেন। সেখানে ছেলে রোনভকে নিয়ে খেলাধুলোয় ব্যস্ত নায়ক। পায়ের নীচে বালির রাশি। মাথার উপরে সূর্য। ছেলেকে কখনও আকাশে তুলে ধরছেন, পর ক্ষণেই লুফে নিচ্ছেন কোলে। প্রকৃতি বলছে, মদনানি পরিবার দুবাইয়ের কোনও মরুভূমিতে। ব্যস্ত বাবার সঙ্গ পেয়ে খুশি একরত্তি।
তবে নায়ক যতই ছুটি কাটান, তাঁর মন পড়ে আগামী ছবির দিকে। খবর, পরিচালক রাইহান রাফী ‘রাফ অ্যান্ড টাফ’ জিৎকে পর্দায় তুলে ধরতে চান। নায়ক সেই কারণেই চুল বাড়াতে পারেন। তবে ওজন কমাবেন কিনা সে কথা এখনও জানা যায়নি। দুবাই থেকে ফিরে জিৎ পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসবেন। এ-ও জানা গিয়েছে, ছবি নিয়ে তিনিও প্রচণ্ড উত্তেজিত। ২০২৫ উৎসর্গ করেছেন ‘লায়ন’কে। তাই তাঁর প্রযোজনা সংস্থার নতুন কোনও ছবির ঘোষণা এখনও করেননি।