ঋদ্ধিমা ঘোষ না গৌরব চক্রবর্তী, কে ভূত দেখেছেন? ছবি: ফেসবুক।
তিনি ভূত দেখেননি। অলৌকিকতা বা ভৌতিক ব্যাপারে যে খুব বিশ্বাস তেমনও নয়। তার পরেও গত বছর থেকে ভূত চতুর্দশী এলেই নড়ে বসেন গৌরব চক্রবর্তী। নেপথ্য কারণ, পরমব্রত চট্টোপাধ্যায়ের ভৌতিক সিরিজ়। ‘পর্ণশবরীর শাপ’ ওয়েব সিরিজ় দর্শকের পছন্দ হওয়ায় এ বছর বিশেষ দিনে তার দ্বিতীয় ভাগ আসতে চলেছে। দুটো সিরিজ়ে অভিনয় এবং তার দৌলতে রাতবিরেতে নানা জায়গায় শুটিং। তার পরেও কোনও অলৌকিক অভিজ্ঞতা হয়নি গৌরবের?
জানতে অভিনেতার মুখোমুখি হয়েছিল আনন্দবাজার অনলাইন। তাঁর দাবি, “আমি ভূত দেখিনি। কিন্তু আমার স্ত্রী জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে।” জানিয়েছেন, তাঁর অভিনেত্রী স্ত্রী ঋদ্ধিমা ঘোষ নাকি ভূত দেখেছেন! গৌরবের কথায়, “আমার কপাল ভাল। কোনও দিন অশরীরীর মুখোমুখি হইনি। কিন্তু একবার শুটিংয়ে ঋদ্ধিমার সঙ্গে একটি ঘটনা ঘটেছিল।” একটি বাড়িতে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। তিনি ছাড়াও চান্দ্রেয়ী ঘোষ-সহ আরও অনেকে ছিলেন। শুটিংয়ের অবসরে দুই অভিনেত্রী বসেছিলেন। হঠাৎ তাঁদের সামনে দিয়ে একজন ব্যক্তি চলে গেলেন।
দু’জনের একজনও টের পাননি, যিনি গেলেন তিনি ইহলোকের বাসিন্দা নন। শুটিং শেষে সেই বাড়ির মালিক সকলের সঙ্গে দেখা করতে আসেন। কথায় কথায় ওই ব্যক্তির প্রসঙ্গ ওঠে। চান্দ্রেয়ী-ঋদ্ধিমা উভয়েই জানান, অন্যদের বার কয়েক দেখলেও সারা দিনে ওই ব্যক্তিকে আর দেখতে পাননি তাঁরা। বাড়ির মালিক তখন সেই ব্যক্তির বর্ণনা দিতে বলেন। অভিনেত্রীদের থেকে নির্দিষ্ট ব্যক্তির চেহারার বর্ণনা শুনে তাঁর মুখ রীতিমতো শুকিয়ে আমসি! সঙ্গে সঙ্গে ছবি এনে দেখাতেই অভিনেত্রীরা তাঁকে চিনতে পারলেন। বাড়ির মালিকের দাবি, “ইনি কী করে আসবেন! ইনি তো অনেক বছর আগে মারা গিয়েছেন। আমাদের কাছে ফিরে আসতেই পারেন না।”