Ambarish Bhattacharya

অজিতের মধ্যে কেন জটায়ুর ছায়া? ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ নিয়ে অভিযোগের জবাব দিলেন অম্বরীশ

অজিতের ভূমিকায় অম্বরীশ ভট্টাচার্য খবর ছড়াতেই ‘গেল গেল রব’ উঠেছিল! কিন্তু ছবি মুক্তির পর দর্শকদের ধারণা বদলেছে বলেই মনে করছেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ১৫:০৮
Actor Ambarish Bhattacharya Shares his take on audience reaction about his character Ajit in the film Byomkesh O Durgo Rohosyo

অম্বরীশ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

সম্প্রতি দর্শক তাঁকে অজিত রূপে বড় পর্দায় দেখেছেন। ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবি মুক্তির আগে থেকেই অজিতের ভূমিকায় অম্বরীশ ভট্টাচার্যের উপস্থিতি নিয়ে শুরু হয়েছিল কটাক্ষ। অভিনেতা অবশ্য জোর গলায় দাবি করেছিলেন, নিজের কাজ তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। এই অজিতকে দর্শকের পছন্দ হবেই। কিন্তু বাস্তবে কতটা মিলল তাঁর দাবি?

Advertisement

‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ মুক্তির পর প্রায় দু’সপ্তাহ অতিক্রান্ত। দর্শকদের কাছে তিনি কী রকম প্রতিক্রিয়া পেলেন? আনন্দাবাজার অনলাইনকে উচ্ছ্বসিত অম্বরীশ বললেন, ‘‘আমি এখনও পর্যন্ত খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। আসলে শুরু থেকেই দর্শক এত ব্যোমকেশ আর অজিত দেখে ক্লান্ত। তাই মনে হয়েছিল, এই অন্য অজিতকে তাঁদের পছন্দ হবেই। সেটাই হয়েছে।’’ এই নতুন অজিতের চরিত্র কল্পনার জন্য অম্বরীশ কিন্তু যাবতীয় কৃতিত্ব দিতে চাইছেন ছবির চিত্রনাট্যকার শুভেন্দু দাশমুন্সী এবং পরিচালক বিরসা দাশগুপ্তকে।

এই অজিতকে কিছুটা নিজের মতোই গড়েপিটে নিয়েছিলেন অম্বরীশ। বলছিলেন, ‘‘আমি গান গাইতে পারি। তাই ছবিতে অজিত গান গেয়েছে। ভুল হিন্দি বলেছে। মজা করেছে। আবার প্রয়োজনে জি়জ্ঞাসাবাদও করেছে।’’ তাঁর অজিতের মধ্যে অনেকে আবার জটায়ু চরিত্রটির ছায়া লক্ষ করেছেন। এই প্রসঙ্গে অম্বরীশের বক্তব্য, ‘‘আমি সেটা সচেতন ভাবেই রাখার চেষ্টা করেছিলাম। জটায়ুর প্রতি এটা আমার শ্রদ্ধার্ঘ্য বলা যায়।’’ একই সঙ্গে অভিনেতা জানালেন, যাঁরা খুব বেশি শরদিন্দু পড়েছেন তাঁদের কারও বিষয়টা একটু অপছন্দ হয়েছে। অম্বরীশের কথায়, ‘‘ কেন ব্যোমকেশ কোট পড়েছে। কেন অজিত সত্যবতীকে বৌঠান না বলে সত্য বলেছে, এ রকম প্রশ্ন উঠেছে আমি জানি।’’ অভিনেতা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘‘কিন্তু সময়ের সঙ্গে তো রবীন্দ্রসঙ্গীতও তো বদলেছে। তা হলে?’’

Ambarish Bhattacharya and Dev

‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে অম্বরীশ এবং দেব। ছবি: সংগৃহীত।

অজিত চরিত্রে তাঁর অভিনয় নিয়ে টলিপাড়ার কোনও প্রশংসা কে নিয়ে অম্বরীশ কিন্তু বিচলিত নন। কারণ তাঁর কথায়, ‘‘সতীর্থরা সব সময়েই ভাল কথা বলবেন। সেটাই স্বাভাবিক।’’ পরিবর্তে সাধারণ দর্শকের মতামতকে বেশি গুরুত্ব দিতে চাইলেন অভিনেতা। অম্বরীশ বললেন, ‘‘সমাজমাধ্যমে দর্শকের প্রশংসা দেখে আমি অত্যন্ত খুশি। সাধারণ দর্শক, পকেটের পয়সা খরচ করে যাঁরা ছবিটা দেখেন তাঁরাই মনে হয় শেষ কথা। তাই তাঁদের ট্রোলকেও যতটা গুরুত্ব দিই, তাঁদের প্রশংসাও আমার কাছে যে কোনও তারকার মন্তব্যের তুলনায় দামি।’’

দেব শুরু থেকেই বলেছিলেন তিনি আর ব্যোমকেশ করতে চান না। এ দিকে টলিপাড়ায় কানাঘুষো ছবির ফলাফল দেখে দেব নাকি আবার ব্যোমকেশ হতে রাজি হয়েছেন। এই প্রসঙ্গে অম্বরীশ বললেন, ‘‘আমি চাই ও করুক। শুটিংয়ের পরেও ওকে বলেছি। আসলে ওর মাথায় অনেকগুলো ভাবনা রয়েছে। তাই সময় নিচ্ছে।’’ ব্যোমকেশের ‘শজারুর কাঁটা’ নিয়ে পরবর্তী ব্যোমকেশ হতে পারে এ রকমও শোনা যাচ্ছে। কিন্তু অম্বরীশ জানালেন গল্পটা তাঁর এবং বিরসার পছন্দ। দেব এখনও নতুন ব্যোমকেশ নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি। দর্শক কি তা হলে আবার অম্বরীশকে অজিতের চরিত্রে দেখতে পাবেন? অভিনেতার সরস উত্তর, ‘‘আমার তো ইচ্ছা আছে। ওরা নেয় কি না দেখা যাক।’’

আরও পড়ুন
Advertisement