Katrina-Vicky

দিনক্ষণ কি পাকা, বিরাট-অনুষ্কার মতো ভিকি-ক্যাট প্রথম সন্তানের জন্ম দেবেন লন্ডনে?

জল্পনাটা বেশ কয়েক দিন ধরেই চলছিল। এ বার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে পড়ল সিলমোহর! মুম্বই নয়, লন্ডনে জন্ম হবে ভিকি-ক্যাটের সন্তানের!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:৩৯
According to report Katrina Kaif will deliver her first baby in London

ক্যাটরিনা-ভিকি। ছবি: সংগৃহীত।

বেশ কয়েক দিন আগেই মুম্বই ছেড়ে লন্ডনে গিয়েছেন ক্যাটরিনা কইফ। অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা, এই নিয়ে জল্পনা। লন্ডনের রাস্তায় অভিনেত্রী ও তাঁর স্বামী ভিকি কৌশলের একটি ভিডিয়ো ভাইরাল। সেখানেই দেখা যায় ক্যাটরিনার পরনে লম্বা কালো জ্যাকেট। সেই কালো জ্যাকেটেই হয়তো ঢাকা তাঁর স্ফীতোদর! ভিকিকে ধরে রাস্তায় হাঁটছেন ক্যাটরিনা। সেই ছবি প্রকাশ্যে আসার পর নেটাগরিকদের দাবি, নিজের স্ফীতোদর আড়াল করেছেন অভিনেত্রী। যদিও এত দিন জল্পনাই ছিল। এ বার তাঁদের ঘনিষ্ঠ সূত্রের খবর, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। সন্তানের জন্ম দেবেন বিদেশের মাটিতে।

Advertisement

ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে। অভিনেত্রীর বিয়ের সময়ও গোপনীয়তা নিয়ে বেশ কড়াকড়ি ছিল। এ বার সন্তান জন্মের ক্ষেত্রেও সেই গোপনীয়তাই বহাল রাখতে চাইছেন তারকা-জুটি। সূত্রের খবর, লন্ডনেই নাকি সন্তানের জন্ম দেবেন তিনি। সেই কারণেই ভিকি রয়েছেন লন্ডনে। দিন কয়েক আগেই জন্মদিন ছিল ভিকির। সেই সময় অনেকেই ভেবেছিলেন কেবল জন্মদিন উদ্‌যাপনে গিয়েছিলেন তাঁরা। তবে নেপথ্যের কারণ আসলে অন্য।

মাস কয়েক আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সন্তান অকায়ের জন্ম হয় লন্ডনে। সংবাদমাধ্যমের দৃষ্টি এড়াতেই এমন কৌশল অবলম্বন করেন কোহলি দম্পতি। এ বার কি সেই পথেই হাঁটতে চলেছেন ভিকি-ক্যাট!

Advertisement
আরও পড়ুন