Abhishek Bose

Abhishek Bose: প্রাক্তন প্রেমিকার সঙ্গে বর্তমান প্রেমিকার তুলনা টেনে কটূক্তি! প্রতিবাদ অভিষেক বসুর

ক্ষুব্ধ অভিষেক তাই তাঁর প্রেমের সম্পর্কটিকে সকল চোখরাঙানি থেকে রক্ষা করতে চান। অভিষেক বললেন, ‘‘বারবার পুরনো প্রেমের কথা বললে সুরভীর মানসিক ক্ষতি হবে। কাউকে না চিনে তাকে দূর থেকে বিচার করে যাওয়া তো ঠিক নয়। আগের বারও আমি আনন্দবাজার অনলাইনকে বলেছিলাম, প্রেম ভাঙার পরে আমি চুপ ছিলাম বলে আমাকেই সকলে খলনায়ক ভেবেছে।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৯
সুরভী-অভিষেক

সুরভী-অভিষেক

নতুন প্রেমিকা সুরভী মল্লিকের প্রতি একনিষ্ঠ অভিনেতা অভিষেক বসু। ছবি পোস্ট করে একাধিক বার সে কথা জনসমক্ষে জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রাক্তন প্রেমের কথা ভোলেননি অভিষেকের অনুরাগীরা। নেটমাধ্যমে বারবার সে কথা মনে করানোর দায়িত্ব নিয়েছেন যেন তাঁরা। তারই জেরে বিড়ম্বনা টেলিপাড়ার নতুন জুটির। তাঁদের প্রেমের কোনও ছবি পোস্ট করতে না করতেই ব্যঙ্গ বিদ্রূপের শিকার হচ্ছেন তাঁরা। তাঁদের ভালবাসা জানানোর মানুষের সংখ্যায় খামতি নেই। কিন্তু কয়েক জন মানুষ এমনই ‘অশ্লীল’ মন্তব্য করছেন যে চুপ করে থাকা যাচ্ছে না। আনন্দবাজার অনলাইনের কাছে সে সব কথাই মন খুলে কথা বললেন পর্দার ‘নেতাজি’।

তিতিবিরক্ত হয়ে অভিষেক তাঁর ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট করলেন। যার মূল বক্তব্য, যে বা যাঁরা অভিষেক এবং সুরভীকে কটূক্তি করছেন, তাঁরা অন্যায় করছেন। তাঁদের পাপ ঈশ্বরের কাছে পৌঁছবে। অভিষেক জানালেন, তাঁদের প্রেমে কোনও বিরূপতার আঁচ তিনি আসতে দেবেন না। অভিষেকের লেখায়, ‘যারা আমাদের পোস্টের তলায় খারাপ কথা লেখে, তারা চায় আমরা আলাদা হয়ে যাই, তারা চায় আমরা দুঃখে থাকি। কিন্তু কোনও নেতিবাচকতা আমাদের দূরে ঠেলতে পারবে না।’

Advertisement

অনেকেরই ধারণা হয়েছিল, নির্দিষ্ট কোনও মানুষকে বা বিশেষ করে তাঁর প্রাক্তন প্রেমিকাকে কটাক্ষ করে এই বক্তব্য রেখেছেন।

নতুন প্রেমিকা সুরভীর সঙ্গে অভিষেক

নতুন প্রেমিকা সুরভীর সঙ্গে অভিষেক

আনন্দবাজার অনলাইনকে সেই পোস্টের আসল কারণ জানালেন ‘গঙ্গারাম’। তাঁর এই প্রতিবাদ কোনও নির্দিষ্ট মানুষের বিরুদ্ধে নয়। তিনি কেবল এই ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে কথা বলেছেন। অভিষেকের কথায়, ‘‘আমি বা সুরভী কোনও ছবি পোস্ট করলেই তার নীচে অকথ্য ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে তাঁদের প্রেমকে অভিশাপ দিতে শুরু করেন ‘ভক্ত’রা। এঁদের আমি ভক্ত বলব কিনা জানি না। তাঁদের দাবি, আমার সঙ্গে সুরভীকে মানাচ্ছে না। অন্য কারও সঙ্গে মানাত বেশি।’’ অভিষেকের কথায় জানা গেল, সুরভীর পোস্টের তলায় এই ধরনের কথাবার্তা লিখে তাঁকে ‘বডিশেম’ করা হয় প্রায়শই।জানা গেল, তাঁর প্রাক্তন প্রেমিকার নামোল্লেখ করে ইনস্টাগ্রামে সুরভীকে খারাপ কথা লিখছেন ভক্তরা।

ক্ষুব্ধ অভিষেক বললেন, ‘‘বারবার পুরনো প্রেমের কথা বললে সুরভীর মানসিক ক্ষতি হবে। সেটা হতে দেব না আমি। কাউকে না চিনে তাকে দূর থেকে বিচার করে যাওয়া তো ঠিক নয়। আগের বারও আমি আনন্দবাজার অনলাইনকে বলেছিলাম, প্রেম ভাঙার পরে আমি চুপ ছিলাম বলে আমাকেই সকলে খলনায়ক ভেবেছে।’’

তাই এ বার মুখ খোলার সিদ্ধান্ত নিলেন অভিষেক। অনলাইনে কটাক্ষ, কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেন ‘নেতাজি’। কিন্তু পুরনো প্রেম কেন ভাঙল, সে বিষয়ে তিনি নিরুত্তাপ।

Advertisement
আরও পড়ুন