Abhishek Bachchan

‘আমি শুধুই হাতের পুতুল!’ ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝে অভিষেকের এমন মন্তব্য কেন

বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা জল্পনা। আকারে ইঙ্গিতে নানা বার্তা প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৩
কেন এমন বললেন অভিষেক বচ্চন?

কেন এমন বললেন অভিষেক বচ্চন? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে জল্পনা, বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। যদিও এই প্রসঙ্গে দু’জনেরই মুখে কুলুপ। কোনও প্রতিক্রিয়া মেলেনি উভয়ের তরফে। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিন গিয়েছে। ঐশ্বর্যা সে দিন সমাজমাধ্যমে মেয়ের একগুচ্ছ ছবি দিলেও নীরব ছিলেন বাবা অভিষেক। আসলে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা জল্পনা। আকারে ইঙ্গিতে নানা বার্তা প্রকাশ্যে এসেছে।

Advertisement

কেরিয়ারে যেমন সাফল্যের স্বাদ পেয়েছেন, তেমনই ব্যর্থতারও সাক্ষী থেকেছেন অভিষেক বচ্চন। এক সময় পর পর ছবি ফ্লপ করেছে অভিষেকের। কঠিন সময়ে অভিনেতা নাকি অভিনয় ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন। সম্প্রতি, ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেকের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অভিষেক বলেন, ‘‘কেরিয়ারে তখন পর পর অনেকগুলো ছবি ব্যর্থ হয়েছে। সমালোচকেরা আমাকে বিদ্ধ করছিলেন। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় পরিচালকের ছবিতে কাজ করতে শুরু করি। ভেবেছিলাম অবস্থা বদলাবে। কিন্তু কিছুই হচ্ছিল না।’’

তার পর আর উপায় না দেখে বাবা অমিতাভ বচ্চনের শরণাপন্ন হন অভিষেক। বদলে যায় জীবন। সুজিত সরকারের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিষেক। পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘আমি সেটাই করেছি যেটা আমার পরিচালক বলেছেন। এই ক্ষেত্রে পুরো কৃতিত্ব সুজিতের। আমি শুধুই ওর হাতের পুতুল।’’ অভিষেক জানান, প্রতিটি ছবিতেই অনেক পরিশ্রম থাকে। কাজ এমন করাই উচিত যা কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। অভিনেতা হিসাবে এই চেষ্টাই করে যেতে হবে, এমনই বিশ্বাস অভিষেকের।

Advertisement
আরও পড়ুন