Abhishek Bachchan

নিরন্তর কাটাছেঁড়া ঐশ্বর্যার সঙ্গে সম্পর্ক নিয়ে, বিবাহবিচ্ছেদের গুঞ্জনে কী বললেন অভিষেক বচ্চন?

তাঁদের সম্পর্কের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে! যদিও অভিষেকের আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। তবু চারাপাশে এত নেতিবাচক মন্তব্য নিয়ে কী বললেন জুনিয়র বচ্চন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৩৯
ঐশ্বর্যার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিষেক!

ঐশ্বর্যার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিষেক! ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে জল্পনা, বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। যদিও এই প্রসঙ্গে দু’জনেরই মুখে কুলুপ। কোনও প্রতিক্রিয়া মেলেনি উভয়ের তরফে। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিন গিয়েছে। ঐশ্বর্যা সে দিন মেয়ের একগুচ্ছ ছবি দিলেও নীরব ছিলেন বাবা অভিষেক। কানাঘুষো তাঁদের সম্পর্কের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। যদিও অভিষেকের আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। বচ্চন পরিবারকে নিয়ে যখন এমন গুঞ্জন, তখনই মুক্তি পেল অভিষেকের ছবি ‘আই ওয়ান্ট টু টক’। এ বার তাঁদের চলতে থাকা নিরন্তর গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিষেক!

Advertisement

তিনি নিজে বড্ড দৃঢ়চেতা, সে কথাই জানিয়েছেন অভিনেতা। অভিষেক বলেন, “জীবনে যা-ই ঘটে যাক নিজের ভিতরের মানুষটা আসলে যেমন সেটা বদলে ফেলা উচিত নয়। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য বদলে ফেলা উচিত নয়। প্রতিনিয়ত শিখতে হয়। না হলে পিছিয়ে পড়তে হয়। আমার ভীষণ ভাবে মনে হয়, যদি খারাপ মানুষ তাঁর খারাপ কাজ না ছাড়েন, তা হলে ভাল মানুষ কেন তাঁর ভালত্ব বিসর্জন দেবেন! আমার মনে হয় নেতিবাচক বিষয়ে মন দেওয়া উচিত নয়। নিজের মন ভারী হয়ে যায়।”

সুজিত সরকার পরিচালিত এই ছবির প্রথম ঝলক নজর কেড়েছে নেটপাড়ায়। পোস্টারে অভিষেকের নতুন রূপ অবাক করেছে দর্শককে— খালি গা, প্যান্টের উপর থেকে উপচে পড়ছে পৃথুল উদর, সেখানে সেলাইয়ের দাগ। বাঁ হাতে প্লাস্টার আর চোখে চশমা। এই ছবির ঝলক প্রকাশ্যে আসতেই অভিষেকের বাস্তব জীবনের সঙ্গে যোগ খুঁজছে নেটপাড়া। অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর থেকে সমস্যার সূত্রপাত। এই বিয়ের আসরে পৃথক ভাবে প্রবেশ করেছিলেন বচ্চন দম্পতি। সেই থেকেই বিচ্ছেদের জল্পনা শুরু হয়। এর পরে বহু জায়গায় একাই যেতে দেখা যায় ঐশ্বর্যাকে। সঙ্গী বলতে একমাত্র কন্যা আরাধ্যা। সে-ও যেন প্রতি মুহূর্তে আগলে রাখে মাকে।

Advertisement
আরও পড়ুন