Salman Khan Hina Khan

‘যত বার দেখা হয়, সলমনের থেকে কিছু নিয়ে ফিরি’, ক্যানসারের মাঝে ভাইজানকে নিয়ে আবেগঘন হিনা

“দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সেই শুটিংয়ের পরেও আমার সঙ্গে দেখা করলেন সলমন”, বললেন হিনা খান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৮:৪৭
Image of Salman Khan and Hina Khan

সলমনের সঙ্গে দেখা করে কী বললেন হিনা? ছবি: সংগৃহীত।

ক্যানসারের সঙ্গে লড়াই জারি রয়েছে। কিন্তু কাজ থামিয়ে রাখেননি হিনা খান। একের পর এক কাজ করছেন অভিনেত্রী। নিজেই জানিয়েছেন, কাজই তাঁর মনের জোর বাড়াচ্ছে। অসুস্থতার মধ্যেই হিনা পৌঁছন ‘বিগবস্ ১৮’র মঞ্চে। সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে দেখা করেন সলমন খানের সঙ্গে।

Advertisement

‘বিগবস্ ১১’-তে যোগ দিয়েছিলেন হিনা। দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। সেই সময়েও সঞ্চালক ছিলেন সলমন। আর এই বার সলমনের অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন অভিনেত্রী। ভাগ করে নিলেন ভাইজানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা। দেখা হলেই সলমনের থেকে কিছু নিয়ে ফেরেন, জানান হিনা। সমাজমাধ্যমে অভিনেত্রী লেখেন, “এই বিনয়ী মানুষটার সঙ্গে যত বার দেখা হয়, বুঝি ওঁর থেকে কিছু না কিছু নিয়ে ফিরব আমি। যদিও এ বারের সাক্ষাৎ কিছুটা আলাদা। দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সেই শুটিংয়ের পরেও আমার সঙ্গে দেখা করলেন সলমন। এই বিষয়টি আমার মন ছুঁয়ে গিয়েছে।”

পর্দায় এক মঞ্চে দু’জনকে একসঙ্গে দেখা যাবে। তবে ক্যামেরার পিছনেও হিনার সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেছেন সলমন। অভিনেত্রী লিখেছেন, “আমাকে ডেকে নিয়ে বসলেন। প্রায় এক ঘণ্টা কথা বললেন। আমার চিকিৎসার খুঁটিনাটি জানলেন। শুধুমাত্র কথা বলেই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন। নিজের অভিজ্ঞতা ও জ্ঞানই শুধু আমার সঙ্গে ভাগ করে নিলেন এমন নয়। তিনি নিশ্চিত করেছেন, আমি যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি। আমাকে ভরসা দিয়েছেন, আমি সুস্থ হয়ে যাব।”

হিনা তাঁর পোস্টে আরও লেখেন, “এগুলো কিন্তু সলমন না বললেও পারতেন। কিন্তু ব্যস্ততার মধ্যেও এটা তিনি করলেন। এটাও একটা শিক্ষা। আমি এই সাক্ষাৎ জীবনেও ভুলব না। সলমন, এমন একটা মানুষ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে সব সময়ের মতো শ্রদ্ধা জানাই।”

Advertisement
আরও পড়ুন