জেহ-র নতুন সফরে আনন্দিত করিনা। ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যম এবং ছবিশিকারিদের দৌরাত্ম্যে জন্মের পর থেকেই তারকা সন্তানেরা চর্চায়। শৈশবেই তাদের প্রতিটি মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়। বড় হওয়ার আগেই অজান্তে তারা হয়ে ওঠে তারকাসম। সইফ আলি খান এবং করিনা কপূর খানের পুত্র তৈমুরের ক্ষেত্রেও তা-ই ঘটেছে। দ্বিতীয় সন্তান জেহ-র ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম হয়নি। জেহ-র নানা অঙ্গভঙ্গি, অভিমানী ও দুষ্টু অভিব্যক্তি ক্যামেরাবন্দি করার জন্য মুখিয়ে থাকেন ছবিশিকারিরা। এ বার সেই জেহ-র স্কুলজীবনের পালা।
একটি ছবি নেটপাড়ায় ভাইরাল এই মুহূর্তে। স্কুলে মঞ্চে একটি অনুষ্ঠানে দেখা যায় জেহকে। এটিই স্কুলে জেহ-র প্রথম অনুষ্ঠান। সে যেন অবিকল করিনারই ছায়া। একই অঙ্গভঙ্গি, একই দুষ্টুমি তার চোখেমুখে। মঞ্চে তৈমুরকে দেখে আনন্দে আত্মহারা করিনাও। করতালিতে ভরিয়ে দিচ্ছেন তিনি। করিনাকে দেখে নেটাগরিকেরা লিখেছেন, “পু নয়। এ যেন ‘কভি খুশি কভি গম’-এর অঞ্জলি।”
শৈশব থেকেই ক্যামেরা পছন্দ করে জেহও। ক্যামেরা দেখলেই কখনও হাসে, কখনও বা নাটকীয় ভঙ্গিতে রেগে তাকায় সে। কখনও আবার খুনসুটি করে ছবিশিকারিদের দেখে মুখ ভেঙায় সে।
সন্তানদের অনবরত প্রচারের আলোয় থাকার বিষয়ে নিজেও মুখ খুলেছেন করিনা। পুত্রকে নিয়ে চর্চা করিনার মনে গভীর প্রভাব ফেলে, জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। বিশেষ করে তৈমুরের জন্মের পরে এই বিষয়ে বেশ চিন্তিত ছিলেন বেবো। করিনা জানান, তৈমুরকে নিয়ে চর্চা শুরু হওয়ার পর বিষয়টি তাঁকেও বিচলিত করে। অভিনেত্রীর কথায়, ‘‘ও তো জানতেও পারেনি হঠাৎ করে ওকে ঘিরে এত নাটক কেন!’’ তবে একই সঙ্গে অভিনেত্রী এ-ও স্বীকার করে নেন যে, অনুরাগীদের থেকে তৈমুর প্রচুর ভালবাসাও পেয়েছে। করিনা জানান, সময়ের সঙ্গে তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাসকে বুঝতে শিখেছে তৈমুর।