রহমানের রাস্তা থামালেন বিদেশিনি। ছবি: সংগৃহীত।
১৯৯৭ সালে এআর রহমানের ‘মা তুঝে সালাম’ অ্যালবামের কথা অনেকেরই মনে আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দেমাতরম্’ গানটিকে নিজের মতো করে তৈরি করেছিলেন। সেই গান এখনও বিভিন্ন অনুষ্ঠানে বা খেলার মাঠে শুনতে পাওয়া যায়। স্বাধীনতার ৫০তম বর্ষে ‘মিউজ়িক মায়েস্ত্রো’র নতুন আঙ্গিকে তৈরি গান যেন ভারতীয় জীবনের অঙ্গে পরিণত হয়। যদিও গত বছরটা একাধিক বিতর্কে জড়িয়েছেন অস্কারজয়ী সুরকার। কখনও ‘লৌহকপাট’ বিতর্ক, আবার রহমানের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা। যতই বিতর্ক হোক রহমানে মজে রয়েছেন গানেই। এ বার বিদেশের মাটিতে অনুরাগীর গানে মুগ্ধ রহমান।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমের পাতায়। বিদেশের মাটিতে আচমকা রহমানের গাড়ির সামনে হাজির হন এক বিদেশিনি। তাঁকে দেখামাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন ওই তরুণী। জানান, রহমানই তাঁর সঙ্গীতের অনুপ্রেরণা। তাই তাঁর সম্মতি নিয়ে গিটার বাজিয়ে ‘বন্দেমাতরম’ গানটি গাইলেন বিদেশিনি। আপত্তি করেননি রহমানও, বরং মোবাইল বার করে গোটা গানটি নিজের ফোনবন্দি করেন তিনি। তবে ভিডিয়োটি কোন জায়গার তা বোঝা যায়নি।