এ বছর দোলের দিন এক মুঠো রং ছড়িয়ে পড়তে চলেছে আকাশে বাতাসে। গানে, আড্ডায়, খানাপিনায় বাঙালির অন্দরমহল জমিয়ে দিতে দিনভর থাকছে নানা অনুষ্ঠান। ২০ মার্চ রবিবারের সকাল শুরু হবে সুরে সুরে। বাঙালির উৎসব মানেই জমিয়ে মাংস-ভাত। দোলে সেই পর্ব বাদ যায় কী করে?
রঙের উৎসবে রঙিন উদযাপন
দোলের দিন সকাল থেকে এক মুঠো রং ছড়িয়ে পড়তে চলেছে আকাশে বাতাসে। জানিয়েছেন আকাশ আট চ্যানেলের প্রধান ঈশিতা সুরানা। গানে, আড্ডায়, খানাপিনায় বাঙালির অন্দরমহল জমিয়ে দিতে থাকছে নানা অনুষ্ঠান। ২০ মার্চ রবিবারের সকাল শুরু হবে সুরে সুরে। সকাল সাতটা থেকে সাড়ে দশটা--- আড়াই ঘণ্টার ‘বসন্ত উৎসব’-এ। গানে গানে সবার মন ভরিয়ে দেবেন সৌম্য, ঋষি, অর্পিতা, অন্বেষা, সোনালি। সঞ্চালনায় দেব, রিনি, মৌনিতা চট্টোপাধ্যায়।
বাঙালির উৎসব মানেই জমাটি পেটপুজো। উৎসব মানেই জমিয়ে মাংস-ভাত। দোলে সেই পর্ব বাদ যায় কী করে? তাই ১৮ মার্চ দুপুর দেড়টায় রান্নার শো ‘রাঁধুনি’তে থাকবে বিশেষ পর্ব। রূপসা চক্রবর্তীর সঞ্চালনায় দুই অতিথি অর্কদীপ মিশ্র আর মন্দিরা কর্মকার শেখাবেন হোলি স্পেশ্যাল পদ মাংসের রকমারি।
এ ছাড়াও, ধারাবাহিক ‘কাঞ্চি’তে থাকবে দোল পর্বের বিশেষ মোচড়। সপরিবাকে রঙের বড় উৎসবে কী করে মেতে উঠবে কাঞ্চিতে সেই বিশেষ পর্ব দেখানো হবে এই উপলক্ষে।