টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-য় কর্মী নিয়োগ করা হবে। এমনটা জানিয়ে সংস্থার তরফে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থার পাঁচটি আঞ্চলিক অফিসে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় নিয়োগ হবে কনসালট্যান্ট (ইয়ং প্রফেশনাল) (টেক) পদে। মোট শূন্যপদের সংখ্যা পাঁচ। প্রাথমিক ভাবে সংস্থায় নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, বেঙ্গালুরু, ভোপাল, জয়পুর এবং হায়দরাবাদে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬৫,০০০ টাকা। এ ছাড়া যাতায়াত খরচ বাবদ অতিরিক্ত টাকাও দেওয়া হবে।
আবেদনকারীদের ইলেক্ট্রনিক্স/ কমিউনিকেশনস/ টেলিকমিউনিকেশনস/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ডেটা সায়েন্স বা সমতুল বিষয়ে বিটেক বা বিই ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, এক থেকে তিন বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। উল্লিখিত বিষয়ে প্রার্থীদের এমই/ এমটেক থাকলে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৬ ডিসেম্বর আবেদন জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।