BEL Recruitment 2024

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ২২৯টি শূন্যপদে কর্মী নিয়োগ, কী ভাবে আবেদন জানাবেন?

নিয়োগের পর কর্মীদের বেতনক্রম হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৭:৩৪
BEL

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ কর্মখালি। এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, নির্দিষ্ট মেয়াদের জন্য সংস্থায় কর্মীদের নিয়োগ করা হবে। কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা। নিযুক্তদের পোস্টিং হবে দেশের বিভিন্ন স্থানে। এর জন্য অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Advertisement

সংস্থায় ফিক্সড টেনিওর ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ২২৯টি। সংস্থার ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং ইলেক্ট্রিক্যাল ক্ষেত্রে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। প্রাথমিক ভাবে এই পদে পাঁচ বছরের জন্য নিয়োগ হবে। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, ইনদওর-সহ অন্যান্য শহরে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে বিই/ বিটেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। নিয়োগের পর কর্মীদের বেতনক্রম হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা প্রতি মাসে।

সমস্ত পদে কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৪৭২ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement