Presidency University Recruitment 2023

ভূগোল নিয়ে পড়েছেন? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণার কাজের সুযোগ

প্রকল্পটি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)-র অধীনস্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থ সহায়তায় পরিচালিত হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৭
Presidency University

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় গবেষণা প্রকল্পে পড়ুয়াদের জন্য কাজের সুযোগ রয়েছে। হিমালয়ের পাদদেশের নদীগুলিতে সেতু নির্মাণের প্রভাব নিয়ে গবেষণা সংক্রান্ত কাজ করতে হবে। এই মর্মে সোমবারই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বল্পমেয়াদি এই প্রকল্পে অস্থায়ী ভাবে নিয়োগ হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘এফেক্ট অফ ব্রিজ কনস্ট্রাকশন অন দ্য হিমালয়ান ফুটহিল রিভার্স: হাইড্রো-মরফোলজি অ্যান্ড হ্যাজ়ার্ডস, দার্জিলিং-জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল’। প্রকল্পটি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)-র অধীনস্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থ সহায়তায় পরিচালিত হবে।

প্রকল্পে নিয়োগ হবে স্টুডেন্ট ইন্টার্ন পদে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। গবেষণা প্রকল্পের কাজ চলবে দু’মাস অর্থাৎ আট সপ্তাহ ধরে। এই সময়ে নিযুক্তকে প্রতি মাসে ৫০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভূগোলে স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রার্থীদের সেডিমেন্ট স্যাম্পলিং, সেডিমেন্ট ফিজ়িওকেমিক্যাল অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন, ফ্লাড মডেলিং এবং টেকনিক্যাল রিপোর্ট লেখার দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের কভার লেটার, জীবনপঞ্জি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। এর পর বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর দুপুর আড়াইটে থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement