প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ করা হবে। সম্প্রতি সে সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। কেন্দ্রের একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বা ভূতত্ত্ব বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘আ স্ট্রাকচারাল অ্যান্ড পেট্রোজিওকেমিক্যাল অ্যাপ্রাইজ়াল অফ জায়েন্ট কোয়ার্টজ় ভেইন্স অফ দ্য বুন্দেলখন্ড ক্রেটন, ইন্ডিয়া: ফাইন্ডিং দ্য লিঙ্ক বিটউইন রিজিওনাল ডিফরমেশন অ্যান্ড ফ্লুয়িড রক ইন্টার্যাকশন’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধীনস্থ সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পে কাজের মেয়াদ তিন বছর। তবে প্রতি বছর নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হবে। আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি। নিযুক্ত ব্যক্তির ফেলোশিপের পরিমাণ হবে প্রথম দু’বছরে ৩৮,৪৪০ টাকা প্রতি মাসে। তৃতীয় বছরে এর পরিমাণ বেড়ে হবে ৪৩,৪০০ টাকা প্রতি মাসে।
প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিয়োলজি এবং অ্যাপ্লায়েড জিয়োলজিতে এমএসসি থাকতে হবে। প্রয়োজন স্ট্রাকচারাল জিওলজি এবং জিওকেমিস্ট্রি-র জ্ঞানও। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ২৯ জানুয়ারি। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।