Recruitment in Paschim Bardhaman

পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনে মহিলাদের কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৮:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মহিলাদের কাজের সুযোগ দিচ্ছে পশ্চিম বর্ধমান জেলা। সম্প্রতি তাঁদের প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

পশ্চিম বর্ধমানের কিছু ব্লকের জন্য আশাকর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ছ’টি। শুধু মাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত থেকে বিবাহবিচ্ছেদ হয়েছে, এমন মহিলারাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আরও পড়ুন
Advertisement