অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ত্রিপুরা। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে প্রকাশিত হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন পাঠাতে হবে মেল মারফত। নিয়োগ হবে ত্রিপুরার আগরতলার কেন্দ্রে।
কোন পদে চলছে নিয়োগ?
অ্যাসোসিয়েট কনসাল্ট্যান্ট পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। মোট ১২টি শূন্যপদের জন্য প্রয়োজন দক্ষ কর্মী।
পূর্ব অভিজ্ঞতা:
প্রার্থীদের ‘প্রোডাকশন’, ‘ড্রিলিং’ বিভাগে পরামর্শদাতা তথা কনসালট্যান্ট হিসেবে অভিজ্ঞতা থাকার প্রয়োজন রয়েছে। পাশাপাশি, ‘ওয়ার্ক ওভার’ এবং ‘ড্রিলিং ফিল্ড অপারেশন’ বিভাগে পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার।
বেতন:
অ্যাসোসিয়েট কনসাল্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে।
কী ভাবে আবেদন করতে হবে?
অনলাইন এবং অফলাইন — উভয় মাধ্যমেই প্রার্থীরা নিজেদের পূর্ব অভিজ্ঞতার নথি এবং অন্যান্য তথ্যের প্রমাণপত্র-সহ আবেদনপত্র পাঠাতে পারবেন।
কী ভাবে নিয়োগ করা হবে?
প্রার্থীদের একটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ইন্টারভিউ রাউন্ডেও ভালো প্রদর্শন করতে হবে। এই দুই বিভাগে ভালো নম্বর অর্জন করতে পারলে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
আবেদনের শর্তাবলি:
১. অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে এক্সিকিউটিভ পদে অবসরপ্রাপ্ত কর্মীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
২. চুক্তির মাধ্যমে এই পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
৩. ৭ জুন, ২০২৩ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন গৃহীত হবে ২৮ জুন, ২০২৩ পর্যন্ত।
এই পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে প্রার্থীরা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট দেখে নিতে পারেন।