ONGC Recruitment 2024

ওএনজিসির বিভিন্ন কেন্দ্রে ডোমেন এক্সপার্ট নেওয়া হচ্ছে, শূন্যপদ ক’টি?

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের ড্রিলিং সার্ভিসেস-এ কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১২:৪৯
ONGC.

ছবি: সংগৃহীত।

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে (ওএনজিসি) কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য পেশ করা হয়েছে। বলা হয়েছে, ওএনজিসি-র আমদাবাদ এবং মেহসানাতে ফিশিং, লাইনার হ্যাঙ্গার এবং ড্রিলিং ফ্লুইড বিভাগে ডোমেন এক্সপার্ট নিয়োগ করা হবে।

Advertisement

উল্লিখিত কাজে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন অনূর্ধ্ব ৬৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ওএনজিসি-তে আগে এই বিশেষজ্ঞ পদে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

এই কাজে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে পদপ্রার্থীদের। এর জন্য ইমেল মারফত আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র তৈরি করে তা ইমেল মারফত জমা দিতে হবে ২৩ অক্টোবরের মধ্যে। এই বিষয়ে সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন