Jobs in Purba Medinipur 2024

১৯ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বিভাগ, বেতন কত?

চুক্তির ভিত্তিতে প্রথমে তিন বছর থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। মোট শূন্যপদ রয়েছে ৪০টি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৭:১০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক কার্যালয়ের অধীনে রয়েছে কাজের সুযোগ। জেলার ‘অফিস অফ দ্য অ্যাডিশন্যাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গেলেই দেখা যাবে বিজ্ঞপ্তিটি।

Advertisement

ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্ততে প্রথমে তিন বছর থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে। মোট শূন্যপদ রয়েছে ১৯টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১১ হাজার টাকা করে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের শংসাপত্র থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীদের প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে কর্মী।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন