Recruitment in Burdwan Municipality 2025

বর্ধমান পুরসভায় কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতন কত?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সাধারণ বিভাগের প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৫ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৫:২১
বর্ধমান পুরসভা।

বর্ধমান পুরসভা। ছবি: সংগৃহীত।

বর্ধমান পুরসভা দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই সুযোগ শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্যই।

Advertisement

সাম্মানিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৩৬টি। তবে এই পদে শুধুমাত্র বিবাহিত/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। প্রতি মাসে ৪,৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সাধারণ বিভাগের প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৫ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া দরকার। ৭ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত জমা নেওয়া হবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পূর্ব বর্ধমান জেলার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন