প্রতীকী ছবি।
বীরভূম জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বীরভূমের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফে এই নিয়োগ। শূন্যপদ একটি।
নিয়োগ হবে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। ইনস্পেক্টর/ এক্সটেনশন অফিসার/ ব্লক স্তরে হেড ক্লার্ক বা অন্য পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ৮ মে ২০২৫ সকাল সাড়ে ১১টা থেকে শুরু রিপোর্টিং। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। তার জন্য প্রার্থীকে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৪ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।