বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যোগাসন নিয়ে উচ্চ স্তরে পড়ার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যোগ নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমায় ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট আসন সংখ্যা ৫১টি। এর মধ্যে সাধারণ বিভাগের ৫১ জন ভর্তি হতে পারবেন। বাকি আসন সংখ্যা সীমিত রয়েছে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য। দু’টো সিমেস্টারের কোর্স। যার কোর্স মূল্য ১৫ হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য ৫০০ টাকা জমা দিতে হবে। ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হতে পারে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।