প্রতীকী চিত্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, একশোর-ও বেশি শূন্যপদে নিয়োগ হবে। নিযুক্তেরা সংস্থার বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইনে আবেদন করতে হবে।
সংস্থায় নিয়োগ হবে ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (নন-ইঞ্জিনিয়ারিং) বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ১২২। সংস্থার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, সিভিল, হিউম্যান রিসোর্স, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল-সহ বিভিন্ন ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছরে ধরে।
ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (নন-ইঞ্জিনিয়ারিং) পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ১৮ থেকে ২৪ বছর, ১৮ থেকে ২৫ বছর এবং ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। বিভিন্ন পদে শিক্ষানবিশদের বৃত্তির পরিমাণ হবে যথাক্রমে মাসে ৭,৭০০, ৮,০৫০, ৮,০০০ এবং ৯,০০০ টাকা।
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারীদের বিভিন্ন ক্ষেত্রে আইটিআই শংসাপত্র থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের শারীরিক সক্ষম হতে হবে। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
প্রার্থীদের মেধার ভিত্তিতে সমস্ত পদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের প্রথমে মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ এপ্রিল। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।