ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এ তিনটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের তরফে সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কে নিযুক্তদের চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এর জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে চিফ কমপ্লায়েন্স অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং ইন্টারনাল ওমবাডসম্যান পদে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৩। চিফ কমপ্লায়েন্স অফিসার এবং চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে তিন বছর। এর পর কাজের দক্ষতার উপর নির্ভর করে চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। তবে ইন্টারনাল ওমবাডসম্যান পদে তিন বছরের নির্দিষ্ট মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের প্রাথমিক ভাবে নয়া দিল্লিতে পোস্টিং দেওয়া হলেও ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী কর্মস্থল পরিবর্তন করা হতে পারে।
চিফ কমপ্লায়েন্স অফিসার এবং চিফ অপারেটিং অফিসার পদে আবেদনকারীদের জন্য নির্ধারিত বয়ঃসীমা ৩৮-৫৫ বছর। অন্য দিকে, ইন্টারনাল ওমবাডসম্যান পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৬৫ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিকের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
ইন্টারনাল ওমবাডসম্যান পদে আবেদন জানাতে প্রার্থীদের স্নাতক হতে হবে। পাশাপাশি তাঁদের কোনও বাণিজ্যিক ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত বা ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মরত অফিসার হতে হবে। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে যথাক্রমে ১৫০ এবং ৭৫০ টাকা। আগামী ১৮ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদে জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।