IGNOU Recruitment 2025

ইগনু-র স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসে চাকরির সুযোগ, নিয়োগ কোন পদে?

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০-৬০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৭:৫৮
IGNOU

ইগনু। সংগৃহীত ছবি।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মী নিয়োগ। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের অ্যান্থ্রোপোলজি বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে কনসালট্যান্ট পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে ছ’মাস এই পদে কাজের সুযোগ মিলবে। এর পরে নিযুক্ত ব্যক্তির কাজের দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে দু’বছর করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের জন্য বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০-৬০,০০০ টাকা।

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের অ্যান্থ্রোপোলজি বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের নেট উত্তীর্ণ হওয়া বা পিএইচডি থাকাও জরুরি।

আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ এপ্রিল। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন