প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সরকারের অধীনে রাসায়নিক ও সার মন্ত্রকে কাজের সুযোগ। ফার্মাসিউটিক্যালস বিভাগে নিয়োগ করা হবে কর্মী। সম্প্রতি এই মর্মে বেঙ্গল কেমিক্যালের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
দু’জন কনসালট্যান্ট নিয়োগ করা হবে। এক বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদন করতে পারবেন সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। এক বছরে মোট ১৮টি ছুটি পাবেন নিযুক্ত কর্মী। কাজের সময় হবে সকাল ৯টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে বেঙ্গল কেমিক্যালের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন এবং অফলাইন দুই ভাবে জমা দেওয়া যাবে আবেদনপত্র। ৩১ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেঙ্গল কেমিক্যাল-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।