BECIL Recruitment 2024

গণজ্ঞাপনের ডিগ্রি রয়েছে? রাষ্ট্রায়ত্ত সংস্থায় রয়েছে কাজের সুযোগ

সাউন্ড রেকর্ডিং-এ ডিপ্লোমা, ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাও কাজের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৯
BECIL Bhavan.

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর কার্যালয়। ছবি: সংগৃহীত।

গণজ্ঞাপনে স্নাতক হয়েছেন? রয়েছে কাজের অভিজ্ঞতা? ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ মিলতে পারে কাজের সুযোগ। সদ্যই এই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, স্টেশন হেড কাম স্টেশন ম্যানেজার এবং সাউন্ড রেকর্ডিস্ট কাম টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

স্টেশন হেড কাম স্টেশন ম্যানেজার পদে কাজের জন্য গণজ্ঞাপন বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিশেষ করে রেডিয়ো ব্রডকাস্টিং বিভাগে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। নিযুক্ত ব্যক্তিকে সাম্মানিক হিসাবে মাসে ৪০ হাজার টাকা দেওয়া হবে।

সাউন্ড রেকর্ডিস্ট কাম টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাঁরা ডিপ্লোমা করেছেন কিংবা স্নাতক হয়েছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও সাউন্ড রেকর্ডিং বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিকেও শর্তসাপেক্ষে কাজের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক মাসে ৩০,০০০ টাকা।

২৮ সেপ্টেম্বরের মধ্যে ইমেল মারফত করতে হবে আবেদন। আবেদনের নিয়ম, কোন কোন নথি জমা দিতে হবে, এই মর্মে সমস্ত বিষয় জানতে বেসিল-এর তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন