Apprentice Recruitment 2025

শিক্ষানবিশ নেবে ইসরো, আবেদনের শর্তাবলি কী? শূন্যপদ ক’টি?

প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসেরা সাত থেকে ন’হাজার টাকা ভাতা পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৫:২৭
Indian Space Research Organization (ISRO).

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন (ইসরো)। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন (ইসরো)-তে ৭৫জন শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে।

Advertisement

নিযুক্তদের ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসেরা সাত থেকে ন’হাজার টাকা ভাতা পাবেন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লিখিত বিভাগে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আবেদনকারীদের স্নাতক স্তরে, দ্বাদশের পরীক্ষায় এবং আইটিআই কোর্সে প্রাপ্ত নম্বরের নিরিখে বেছে নেওয়া হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ এপ্রিল। নিযুক্তদের বেঙ্গালুরু, লখনউ এবং শ্রীবিজয়পুরমের দফতরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশনের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন