HAL Barrackpore Recruitment 2025

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের ব্যারাকপুর ডিভিশনে কর্মখালি, কোন বিভাগে হবে নিয়োগ?

অনূর্ধ্ব ৬৫ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। নিযুক্তদের চুক্তির মেয়াদ দু’বছর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৭:০০
Hindustan Aeronautics Limited.

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের ব্যারাকপুর ডিভিশনের ডিসপেনসারিতে ভিজ়িটিং কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) কিংবা ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেছেন এবং ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট দু’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। প্রতি ভিজ়িট পিছু নিযুক্তদের ৩,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

ডাকযোগে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। ২১ এপ্রিল আবেদনের শেষ দিন। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন